ব্রেকিং নিউজ
Home - তৃণমূল সংলাপ - চরখালী পয়েন্টে সেতু নির্মাণের দাবিতে মঠবাড়িয়ায় নাগরিক কমিটির সংবাদ সম্মেলন

চরখালী পয়েন্টে সেতু নির্মাণের দাবিতে মঠবাড়িয়ায় নাগরিক কমিটির সংবাদ সম্মেলন

মঠবাড়িয়া প্রতিনিধি > উপকূলীয় সড়ক যোগাযোগ উন্নত করতে মঠবাড়িয়া-পিরোজপুর আঞ্চলিক সড়কের কচা নদীর চরখালী পয়েন্টে সেতু নির্মাণ ও চরখালী –মঠবাড়িয়া-পাথরঘাটা সড়ক মহাসড়কে উন্নীত করাসহ মঠবাড়িয়া পৌরশহরে বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মঠবাড়িয়া উপজেলা নাগরিক কমিটি আজ সোমবার সকালে সংবাদ সম্মেলন করেছেন।

মঠবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে মঠবাড়িয়া নাগরিক কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে বলা হয়, উপকূলীয় জনপদ মঠবাড়িয়া,পাথরঘাটা,বামনা,কাঠালিয়া,ভা-ারিয়া ও পিরোজপুর অঞ্চলের জনসাধারন সারাদেশে সড়ক পথে যাতায়াতে চরম দুর্ভোগের শিকার। বলেশ্বর ও কচা নদী বিধৌত উপকূলীয় ৩৫ লাখ মানুষের যাতায়তে নদী কচা নদীর চরখালী ফেরী পারাপারের চরম দুর্ভোগ পোহায়। একদিকে ঝুঁকি ও সময়ের অপচয় ঘটছে। পাথরঘাটা মৎস্য বন্দর,বরগুনা,পিরোজপুর,পটুয়াখালী জেলার প্রায় ৩৫ লাখ মানুষের দাবি হচ্ছে মংলা সমুদ্র বন্দর,বেনাপোল স্থলবন্দরসহ দেশের পশ্চিমাঞ্চলে সড়ক পথে যাতায়াতে চরখালী পয়েন্টে সেতু নির্মাণের কোন বিকল্প নাই।

সংবাদ সম্মেলনে নাগরিক কমিটি মঠবাড়িয়া পৌর শহরের নিত্য যানজট নিরসনে একটি বাইপাস সড়ক নির্মাণসহ পাথরঘাটা-মঠবাড়িয়া-চরখালী ৩০ কিলোমিটার সড়কটি আঞ্চলিক মহাসড়কে উন্নীত করার দাবি জানানো। এসময় নাগরিক কমিটি উপকূলীয় জন মানুষের এ প্রাণের দাবি বাস্তবায়নে লাগাতার কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে উপস্থিতত ছিলেন, নাগরিক কমিটির সদস্য সচিব অবসর প্রাপ্ত শিক্ষক নূর হোসাইন মোল্লা, আ.লীগ নেতা মো. আরিফ উল হক, শিক্ষক নেতা মোস্তফা জামান খান, নাসির উদ্দিন মল্লিক, প্রভাষক ইকতিয়ার হোসেন পান্না প্রমূখ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...