ব্রেকিং নিউজ
Home - তৃণমূল সংলাপ - মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠাগারে সাপ্তাহিক পাঠচক্র অনুষ্ঠিত

মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠাগারে সাপ্তাহিক পাঠচক্র অনুষ্ঠিত

সাহিত্য প্রতিবেদক>>

পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ শুক্রবার বিকালে শেরে বাংলা সাধারণ পাঠাগারে সাপ্তাহিক পাঠচক্র(নিয়মিত সাহিত্য আসর) অনুষ্ঠিত হয়েছে। পাঠাগার আন্দোলনের অন্যতম উদ্যোক্তা তরুণ কবি মেহেদী হাসানের সঞ্চালনায় পাঠাগারের সভা কক্ষে এ পাঠচক্র অনুষ্ঠিত হয়। এতে পাঠাগার আন্দোলনের কর্মীরা অংশ নেন।

এ পাঠচক্রে প্রধান আলোচক ছিলেন স্বনামধন্য কবি এবং সাহিত্যিক মেহেদী হাসান (সাদা কাকঁ) এবং বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী মোঃ বশির মৃধা। এছাড়া আরো উপস্থিত ছিলেন শেরে বাংলা পাঠাগারে নিয়মিত পাঠক মোহাম্মদ মাসুম বিল্লাহ, প্রিন্স মাহমুদ, আহমেদ ফিরোজ, আহাদ আহসান, রবিউল ইসলাম, সাজ্জাদুল ইসলাম জুয়েল, নাঈম মাহমুদ, তাওহিদ হোসেন এবং সজিব মিত্র। এবারের পাঠচক্রে প্রথমবারের মত অনেকে অংশগ্রহণ করেন। তারা হলেন মেহেদী হাসান, অভিজিৎ দে, রনি, ফেরদৌস, রাকিবুল ইসলাম এবং রাকিবুল ইসলাম। সাপ্তাহিক পাঠচক্রের এবারের বিষয় ছিল “বাঙালীর বর্ষাকাল”।

প্রধান আলোচক বিশিষ্ট কবিদের লেখা বর্ষা কালের কবিতার দু-এক লাইন তার আলোচনার মধ্যে তুলে ধরেন এবং বিশেষ অতিথি তার ছেলেবেলার বর্ষাকালের স্মৃতি সবার সামনে উপস্থাপন করেন। মোহাম্মদ মাসুম বিল্লাহ বর্ষার উপর তার স্বরচিত কবিতা আবৃতি করেন।

আলোচকদের বক্তব্যে বাঙালীর বর্ষার সময়ে তৈরী নকশী কাথাঁ, এবং খৈ ছাড়াও বর্ষাকালের নানান দিক উঠে আসে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...