ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

পিরোজপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

পিরোজপুর প্রতিনিধি >>
‘পরিবার পরিকল্পনা জনগনের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন ” স্লোগানে পিরোজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে সকালে পরিবার পরিকল্পনা, মা, শিশু, গর্ভবতী ও প্রসূতি মায়েদের বিশেষ সেবা প্রদান করা হয়। শহরের মা ও শিশু কল্যান কেন্দ্রে এ সেবা গ্রহণে বিপুল পরিমান সেবা গ্রহীতা উপস্থিত হন। সকাল ৯.৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা, পিরোজপুর এর উপ-পরিচালক, রামকৃষ্ণ দাস। প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান, সহকারি পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন পিপিএম, সিভিল সার্জন এর প্রতিনিধি ডা: আব্দুল্লাহ আল ফয়সাল, ইউপি চেয়ারম্যান চান মিয়া মাঝি, সাংবাদিক এম এ রব্বানী ফিরোজ, ডা: এসপি সিকদার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ বলেন, আমাদের মৌলিক চাহিদা পুরন হবেনা, যদি আমরা এখনই জনসংখ্যা নিয়ন্ত্রন না করি। তিনি পরিবার পরিকল্পনা মাঠ কর্মীদের সভায় উপস্থিত পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এমডিজির লক্ষ্য সফলে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মীরা গুরুত্বপূর্ন অবদান রেখেছেন। আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফল প্রধানমন্ত্রী শেক হাসিনার আন্তর্জাতিক পদক লাভ। আলোচনা সভা ও র‌্যালিতে পরিবার পরিকল্পনা বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এবং পিরোজপুরের বিভিন্ন সরকারি অফিস ও বেসরকারি সংস্থার এবং বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...