ব্রেকিং নিউজ
Home - তৃণমূল সংলাপ - মঠবাড়িয়া উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল : যুবলীগ নেতা ও সাংবাদিকের বিরুদ্ধে এমপির মামলা প্রত্যাহার দাবি

মঠবাড়িয়া উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল : যুবলীগ নেতা ও সাংবাদিকের বিরুদ্ধে এমপির মামলা প্রত্যাহার দাবি

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবিাড়িয়ার সাপলেজা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ যুবলীগ সভাপতি নুরুল আমীন রাসেল ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আজমল হক হেলালের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে ৫৭ ধারায় মঠবাড়িয়ার এমপির দায়ের করা মামলার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে মঠবাড়িয়া উপজেলা যুবলীগ আজ সোমবার বিকালে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় যুবলীগ নেতা নূরুল আমীন রাসেল ও সাংবাদিক আজমল হক হেলালের নামে এমপি ডা. রুস্তুম আলী ফরাজির তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়। উপজেলা যুবলীগের সভাপতি শাকিল আহমেদ নওরোজের সভাপতিত্বে শহীদ মিনার মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, নাগরিক কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, সহ-সভাপতি আরিফ-উল-হক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন পলাশ, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, ত্রাণ বিষয়ক রফিকুল ইসলাম রিপন মাতুব্বর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পদাক জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা সিপন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৌহিদ সোহেল, সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত, সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান নিজাম, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস শাহীন।
বক্তরা অনতিবিলম্বে যুবলীগ নেতা নূরুল আমীন রাসেল ও সাংবাদিক আজমল হক হেলালের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ৫৭ ধারায় স্থানীয় স্বতন্ত্র সংসদ সদস্য ডা.রুস্তম আলী ফরাজীর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...