ব্রেকিং নিউজ
Home - তৃণমূল সংলাপ - বরিশালস্থ মঠবাড়িয়া ছাত্রকল্যান সমিতির বার্ষিক শিক্ষা সফর ও বনভোজন

বরিশালস্থ মঠবাড়িয়া ছাত্রকল্যান সমিতির বার্ষিক শিক্ষা সফর ও বনভোজন

আজিজুল হক তানভীর >

বরিশালস্থ মঠবাড়িয়া ছাত্রকল্যান সমিতির আয়োজনে শুক্রবার বার্ষিক শিক্ষা সফর ও বনবোজন অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জের টুঙ্গীপড়ায় জাতির জনকের সমাধিস্থলে এ শিক্ষা সফর ও বনভোজনে বরিশালস্থ মঠবাড়িয়ার সকল ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন। প্রথমে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধি জিয়ারত করে পুষ্পঅর্পণ করা । বঙ্গবন্ধু মিউজিয়াম পরিদর্শন করে এবং শেখ রাসেল পার্ক এ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ আকর্ষন র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

বরিশালস্থ মঠবাড়িয়া ছাত্রকল্যান সমিতির অন্যতম উপদেষ্টা মঠবাড়িয়ার কৃতিসন্তান প্রফেসর মাসুম বিল্লাহ স্যার এই সফরের নেতৃত্ব দেন।সকল ছাত্রছাত্রীদের একতাবদ্ধ ও সৌহার্দ্য বজায় রেখে এক পরিবারে সামিল হন বরিশালস্থ মঠবাড়িয়ার সকল শিক্ষার্থীরা ।কল্যান সমিতির সকল সদস্যর একমাত্র লক্ষ্য মঠবাড়িয়ার সকল ছাত্রছাত্রীদের মাঝে ঐক্য গড়ে তোলা ও মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখা।

কল্যান সমিতির অন্যতম উপদেষ্টা প্রফেসর মাসুম স্যার বিশেষ ভাবে সবার উদ্দেশে বলেন, ” বরিশালস্থ মঠবাড়িয়া ছাত্রকল্যান সমিতি” একটি আদর্শ পরিবার নিজেদের মাজে ঐক্যর সুতায় গাথা একটি সংগঠন ।আগামি দিনের নুতনদের নেতৃত্বাধীন সাম্য ও একতাবদ্ধভাবে এগিয়ে যাবে এই সংগঠন এটাই হোক আমাদের প্রত্যাশা। সময় এর পালাক্রমে নুতন নুতন নেতৃত্ব আসবে এটাই চিরাচরিত নিয়ম।তাই সকলেরর অংশগ্রহণ এ অহিংসা আর ভ্রাতৃত্ব বন্ধনেআবদ্ধ হয়ে এগিয়ে যাক আমাদের প্রানের সংগঠন “বরিশালস্থ মঠবাড়িয়া ছাত্রকল্যান সমিতি” এই হোক প্রত্যাশা ছিল শিক্ষা সফরের লক্ষ্ । কমিটির সকল নেতৃবৃন্দ ও সাধারন ছাত্রছাত্রীগন স্যারের এ বকএব্যর সাথে একমত পোষন করেন।

জানাগেছে, আগামি ৩ মার্চ বরিশালস্থ মঠবাড়িয়া ছাত্রকল্যান সমিতির পরবর্তী সভা অনুষ্ঠিত হবে বি এম কলেজ, বরিশাল।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...