ব্রেকিং নিউজ
Home - খেলাধুলা - জিয়ানগরে ঐতিহ্যের হা-ডু-ডু খেলা

জিয়ানগরে ঐতিহ্যের হা-ডু-ডু খেলা

খালিদ আবু, পিরোজপুর >
কালের বিবর্তনে ক্রিকেট, টেনিসের মতো আধুনিক মানের খেলার প্রভাবে গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে চিরচেনা ঐতিহ্যের হা-ডু-ডু খেলা। বর্ষা মৌসুম এলেই গ্রামের কিশোর যুবরা পড়ন্ত বিকেলের নরোম রোদেলা বেলায় প্রতিটি পাড়ায় পাড়ায় হা-ডু=ডু খেলা আয়োজন করত। আর এতে এলাকার ছোট বড় সবাই উপভোগ করত এ খেলা । হা-ডু-ডু হারিয়ে গেলেও দক্ষিণ উপকূলীয় জনপদ পিরোজপুরের জিয়ানগরে প্রতিবছর অতীতের ঐতিহ্য ধরে রাখাতে এলাকার যুব সমাজ এ খেলার আয়োজন করে থাকে।

গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার ঘোষেরহাট টাইগার্স ক্লাবের আয়োজনে ঘোষেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো হা-ডু-ডু টুর্নামেন্ট । এতে ৮টি দল অংশ গ্রহণ করে। খেলা উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজারর দর্শক মাঠে ভিড় জমায়। দর্শকদের উপচে পড়া ভীড় দেখে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলাটি যেন প্রাণ ফিরে পায়।

সেমিফাইনালের দ্বিতীয় পর্বের এ খেলায় মোড়েলগঞ্জের হোগলাবুনিয়া ইউনিয়ন একাদশকে জিয়ানগরের সাউদখালী একাদশ ১ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। ঘোষেরহাট টাইগার্স ক্লাবের সভাপতি মো. ইকরামুল শিকদারের সভাপতিত্বে খেলায় দর্শকসারিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা মো. মোজাহিদুল ইসলাম, ইন্দুরকানি থানার ওসি একে এম নিজামুল হল, বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আঃ লতিফ হাওলাদার, ইউনিয়ন আ’লীগের সভাপতি তোবারেক আলী হাওলাদার, উপজেলা যুবলীগ সভাপতি আবদুর রাজ্জাক, জিয়ানগর প্রেস ক্লাবের সভাপতি এম. আহসানুল ছগির প্রমুখ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...