ব্রেকিং নিউজ
Home - খেলাধুলা - পিরোজপুরে ৭ দিন ব্যাপি কিশোর-কিশোরীদের মুষ্টিযুদ্ধ প্রশিক্ষণ

পিরোজপুরে ৭ দিন ব্যাপি কিশোর-কিশোরীদের মুষ্টিযুদ্ধ প্রশিক্ষণ

মো. খালিদ আবু,পিরোজপুর >
সারা দেশে বক্সিং প্রতিভা অন্বেষন কর্মসুচির আওতায় পিরোজপুরে ৮ জন কিশোরী এবং ৮ জন কিশোরকে নিয়ে মুষ্টিযুদ্ধ প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের আয়োজনে জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে এবং বর্ডার গার্ড বাংলাদেশের সহযোগিতায় জেলা ক্রীড়াসংস্থা এই প্রশিক্ষণের আয়োজন করেছে। রবিবার সকালে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরন করেন, জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহরাব হোসেন,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার দাস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব,মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গৌতম চৌধুরী, মহিলা পরিষদের খালেদা আক্তার হেনা, সাংবাদিক ও ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষনের প্রশিক্ষক বক্সিং ফেডারেশনের রেফারী জাজ ও সাফ-গেমসে স্বর্ণপদক বিজয়ী মো: মোসারেফ হোসেন জানান, ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ক্রীড়া মন্ত্রণালয় দেশে প্রথম প্রমিলা বক্সিং প্রশিক্ষণ শুরু করে। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী কিশোর-কিশোরীদের বাছাই করে বক্সিং প্রশিক্ষণ দেয়া হবে। পিরোজপুরে বাছাইকৃত ১৬ জনকে ঢাকায় নিয়েও প্রশিক্ষণ দেয়া হবে। তিনি বলেন, বক্সিং এ প্রতিভা অন্বেষণের চলমান কর্মসূচীতে সারাদেশের কিশোরীদের কাছ থেকে ব্যাপক সাড়া মিলেছে। এসব কিশোরীরা প্রশিক্ষণপ্রাপ্ত হলে একদিকে যেমন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের সুনাম বয়ে আনতে পারবে, অন্যদিকে তাদের আত্মরক্ষার জন্য নিরাপত্তা বলয় সৃষ্টি হবে।
সহকারী কোচ হিসাবে জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. নুরুল ইসলাম বাদশাকে ঢাকায় বক্সিং ফেডারেশনের উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তিনি পিরোজপুরে এসে নিয়মিত এসব কিশোর কিশোরীদের প্রশিক্ষণ প্রদান করবেন বলে জানা গেছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...