ব্রেকিং নিউজ
Home - খেলাধুলা - পিরোজপুরে দুইদিন ব্যাপী গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

পিরোজপুরে দুইদিন ব্যাপী গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

পিরোজপুর প্রতিনিধি >
পিরোজপুরে দুইদিন ব্যাপী ৪৫ তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৬ এর পুরস্কার বিতরণী ও সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে পিরোজপুর জেলা স্টেডিয়ামে জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া সমিতি পিরোজপুর এর আয়োজনে এ গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত হয়।
সমাপণী অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার রমেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো: মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, এ এস পি সদর সার্কেল মো. আব্দুল ওয়ারেস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুমুর রহমান বিশ্বা। সমাপণী অনুষ্ঠান শেষে বিভিন্ন বিষয়ে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান। ৪৫ তম জাতীয় স্কুল ও মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা ফুটবল (বালক) এ চ্যাম্পিয়ান হয় নাজিরপুরের সিরাজুল হক সরকারী উচ্চ বিদ্যালয়, ফুটবল(বালিকা) মঠবাড়িয়ার হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, হ্যান্ডবল (বালক) এ চ্যাম্পিয়ান হয় ভান্ডারিয় বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, হ্যান্ডবল (বালিক) এ চ্যাম্পিয়ান হয় ভান্ডারিয় মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়, কাবাডি (বালক) এ চ্যাম্পিয়ান হয় কাউখালী আইরন জয়কুল এম. এম মাধ্যমিক বিদ্যালয়, কাবাডি (বালিক) এ চ্যাম্পিয়ান হয় মঠবাড়িয়ার হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এছাড়াও পাঁচ ক্যাটাগরীতে সাঁতার প্রতিযোগীতায় বিভিন্ন স্কুলের ১২জনকে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...