ব্রেকিং নিউজ
Home - খেলাধুলা - ক্রিকেট - সাকিবের ৫০ উইকেটের কীর্তি

সাকিবের ৫০ উইকেটের কীর্তি

খুলনা: জিম্বাবুয়ের বিপক্ষে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ২০০৬ সালে টি২০তে অভিষেক হয়েছিল বাংলাদেশ দলের। বিশ্বসেরা বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসানেরও সেই দিন টি২০তে অভিষেক হয়। নয় বছর পর সেই অভিষেক ভেন্যুতে টি২০ ক্রিকেটে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৫০ উইকেট নেয়ার গর্বিত মালিকও হয়েছেন সাকিব। সিকান্দার রাজার উইকেট নিয়ে নতুন এই রেকর্ডবুকে নাম লেখান তিনি। এই ম্যাচটি বাংলাদেশের টি২০ ক্রিকেটের ইতিহাসেও ৫০তম ম্যাচ।

বাংলাদেশের পক্ষে টি২০তে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪টি উইকেট পেয়েছেন আরেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক।

জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক টি২০ ম্যাচে ৩১ রান দিয়ে এই বাঁহাতি বিশ্বসেরা অলরাউন্ডার সেদিন ১টি উইকেট পেয়েছিলেন। শুক্রবার জিম্বাবুয়ের বিরুদ্ধে চার ম্যাচ টি২০ সিরিজের শেষ টি২০তেও ৩৫ রান খরচায় পান ১টি উইকেট। টি২০ ক্যারিয়ারে ৪২ ম্যাচে ফিফটি উইকেটের দেখা পেলেন সাকিব।

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি২০ ম্যাচে প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট, ওয়ানডে এবং টি২০ মিলিয়ে ৪০০টি উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন সাকিব। টেস্টে সাকিব নিয়েছেন ১৪৭ উইকেট। ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারের দৌড়ে স্পিনার আবদুর রাজ্জাকের চেয়ে মাত্র এক উইকেটে পিছিয়ে তিনি।

রাজ্জাক নিয়েছেন ২০৭ উইকেট। আর সাকিব পেয়েছেন ২০৬টি। এশিয়ার ১৭ ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক ছুয়েছেন। যাদের মধ্যে রয়েছেন ইমরান খান, কপিল দেব, মুত্তিয়া মুরালিধরন, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, সাকলাইন মুশতাক, লাসিথ মালিঙ্গা, শোয়েব আক্তারের মতো বোলাররা।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ার গুলিসাখালী জি, কে, ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৩দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সমাপ্ত

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ার গুলিসাখালী জি, কে, ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৩দিন ব্যাপী ৭৩ তম ...