ব্রেকিং নিউজ
Home - খেলাধুলা - মুস্তাফিজের ইনজুরির বিষয়টি চিন্তার : বলেন মাশরাফি

মুস্তাফিজের ইনজুরির বিষয়টি চিন্তার : বলেন মাশরাফি

ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুস্তাফিজ চোট পাওয়ায় চিন্তার কথা জানিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে তার বিশ্বাস, এই চোট গুরুতর কিছু নয়।

জিম্বাবুয়ের বিপক্ষে রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যাচের শেষ বলটি করার আগে বাঁ কাঁধে অস্বস্তি অনুভব করেন মুস্তাফিজ। অন্য হাতে নিজের কাঁধ ধরে রাখতে দেখা যায় তাকে। তামিম ইকবাল তখন ছুটে গিয়ে মুস্তাফিজকে পরামর্শ দেন মাঠ ছেড়ে যেতে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জানালেন, মুস্তাফিজ বলেই ন্যূনতম ঝুঁকি নিতে চায়নি দল, ‘ওর এই চোট পুরনো। কাঁধের চোট, কনুইয়ের চোট, দুটোই আগের। এজন্যই একটা বল মাত্র বাকি থাকলেও কোনো ঝুঁকি নেইনি আমরা। চেয়েছি যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করতে।’

‘এই মুহূর্তে অবশ্যই বিষয়টি চিন্তার। তবে এই ইনজুরিগুলো এমনিতে গুরুতর কিছু হয় না। আশা করি, বড় কিছু নয়, ঠিক হয়ে যাবে।’ বলেন মাশরাফি।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪২ রানে জিম্বাবুয়েকে হারিয়েছে বাংলাদেশ। মুস্তাফিজ ৩ ওভার পাঁচ বল করে ১৯ রানের বিনিময়ে দুই উইকেট দখল করেন। তার পরিবর্তে শেষ বলটি করতে আসেন সাব্বির রহমান।

Leave a Reply

x

Check Also

পিরোজপুরে মেয়র কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন

  পিরোজপুর প্রতিনিধি <> পিরোজপুরে মেয়র কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়েছে। আজ ...