ব্রেকিং নিউজ
Home - খেলাধুলা - ক্রিকেট - আগামী বিপিএলে থাকবে ৮ দল

আগামী বিপিএলে থাকবে ৮ দল

প্রথম দুবার বিপিএল নিয়ে ছিলো অনেক সমালোচনা। ফিক্সিং কাণ্ড বাদ দিলেও খেলোয়াড়দের পাওনা নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছিলো বিসিবিকে।

তবে সেসব বাধা উপেক্ষা করে এবার বেশ ভালোভাবেই সম্পন্ন হয়েছে বিপিএলের তৃতীয় আসর। যার কারণে ৮ দলের পরিবর্তে খেলায় অংশ নেয় ৬ দল। তবে আগামী বিপিএলে এ সমস্যা কাটিয়ে আবারও মাঠে গড়াতে পারে ৮ দলের বিপিএল।

আগামীবার খুলনা ও রাজশাহীসহ মোট আট দল নিয়ে বিপিএল আয়োজন করার চেষ্টা করবে বিসিবি। একই সময়ে অর্থাৎ নভেম্বরের মাঝামাঝিতেই শুরু হবে বিপিএলের চতুর্থ আসর।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘যে মানের বিদেশি ক্রিকেটার এবার আমাদের এখানে খেলেছে, তাদের ধরে রাখতে হলে কিংবা আরও ভালো ক্রিকেটার পেতে হলে আমাদের বিদেশি লীগগুলোর সময়সূচির সঙ্গে সমন্বয় করতে হবে। আর সে হিসাবে নভেম্বরই ভালো সময়। আশা করছি আগামীবার এ সময়েই আমরা বিপিএল আয়োজন করতে পারব।’

সে সঙ্গে বিসিবি সভাপতিও ইঙ্গিত দিয়েছেন আগামীবার ঢাকা ও চট্টগ্রামের বাইরে সিলেট এবং খুলনাতেও এ আসরের ম্যাচগুলো আয়োজন করা হবে। সে সঙ্গে আরও দুটি দল অন্তর্ভুক্ত করা হবে।

সুতরাং আশা করা যেতে পারে যে আগামী বিপিএলে বাড়বে দল এবং বাড়বে ভেন্যুও।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ার গুলিসাখালী জি, কে, ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৩দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সমাপ্ত

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ার গুলিসাখালী জি, কে, ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৩দিন ব্যাপী ৭৩ তম ...