ব্রেকিং নিউজ
Home - খেলাধুলা - ক্রিকেট - আক্রমণাত্মক ব্যাটিং-ই বরিশালের হারের কারণ

আক্রমণাত্মক ব্যাটিং-ই বরিশালের হারের কারণ

পয়েন্ট টেবিলের তলানিতে থাকা সিলেট সুপার স্টারসের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে দ্বিতীয় স্থানধারী বরিশাল বুলস।

সিলটের হয়ে বল হাতে রাভি বোপারার ৩ উইকেটের পর ব্যাট হাতে জুনাইদ সিদ্দিকীর ৩৪ রানে এক রকম উড়ে গেছেন মাহমুদুল্লাহ-সাব্বির রহমানরা। হারের কারণ হিসেবে দলের আক্রমণাত্মক ও বাজে ব্যাটিংকে দায়ী করেছেন বরিশাল অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

রোববার (৬ ডিসেম্বর) মাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ বলেন, ‘টপ অর্ডারদের ব্যাটিং ব্যর্থতার কারণেই বিপিএলে এ যাবতকালের সর্বনিম্ন ৫৮ রানের সংগ্রহ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। সিলেট বরাবরই ভাল দল ছিল। আর এই মুহুর্তেও ওরা ভাল খেলছে। প্রথম দিকে কয়েকটি ক্লোজ ম্যাচ হেরে গেলেও ওরা এখন খেলায় ফিরেছে। তাই এদিন আমরা ভাল করতে পারিনি।’

ক্রিস গেইল দলে থাকার পরও এমন রান খরা কেন? এমন প্রশ্নের জবাবে মাহমুদুল্লাহর ভাষ্য, ‘ক্রিস গেইল মাত্রই ইনজুরি থেকে ফিরেছে। আর ইনজুরি থেকে ফেরার পর এটিই তাঁর প্রথম ম্যাচ। তাই হয়তো ছন্দ অনুযায়ী খেলতে পারেনি। তবে সে যেদিন ভাল খেলবে সেদিন একাই দল জেতাতে সক্ষম হবে।’

এই হারকে শিক্ষা হিসেবে নিয়ে পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন মাহমুদুল্লাহ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ার গুলিসাখালী জি, কে, ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৩দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সমাপ্ত

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ার গুলিসাখালী জি, কে, ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৩দিন ব্যাপী ৭৩ তম ...