ব্রেকিং নিউজ
Home - খেলাধুলা - বামনায় ভয়াবহ অগ্নিকান্ড : ১৪ কৃষকের বসতঘর পুড়ে ছাঁই

বামনায় ভয়াবহ অগ্নিকান্ড : ১৪ কৃষকের বসতঘর পুড়ে ছাঁই

মনোতোষ হাওলাদার , বামনা(বরগুনা) প্রতিনিধি >
বরগুনার বামনায় ভয়বহ অগ্নিকান্ডে ১৪জন কৃষকের বসঘর ও মালামাল পুড়ে সম্পূর্ণ ছাই হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে বামনা উপজেলার বেবাজিয়াখালী গ্রামে জমাদ্দার বাড়িতে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ওই বাড়িরর ১৪টি বসতঘর, খাদ্যশস্য ও মালামাল সম্পূর্ন ভষ্মিভূত হয়েছে । এই অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছেন।
স্থানীয়দের সূত্রে জানাগেছে, শ্রকবার দিবাগত রাত ১১টার দিকে শাহজাহান জোমাদ্দারের বসতঘরের বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তেই আগুন ওই বাড়ির আরও ১৩টি গৃহস্থের ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে গ্রামবাসি মিলে চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়। পরে পাশ্র্ববর্তী ঝালকাঠি উপজেলার কাঠালিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্দুই ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।আগুনে পুড়ে যাওয়া বসত ঘরের মালিকরা হলেন, এনায়েত কবির দুলাল জমাদ্দার, শাহজাহান জমাদ্দার, মোতালেফ জমাদ্দার, আবু জাফর জমাদ্দার, টুনু জমাদ্দার, হেমায়েত জমাদ্দার, সাইদুর জমাদ্দার, আমীর জমাদ্দার, রহমান জমাদ্দার,মাহবুব জমাদ্দার, সারোয়ার জমাদ্দার, সোহেল জমাদ্দার, মজিবুল জমাদ্দার ও ছালাম জমাদ্দার।
বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বাচ্চু ও সমাজ সেবক সেন্টু মিয়া আজ শনিবার সকালে ঘটনাস্থল পরিদশর্ন করেছেন।

স্থানীয় সমাজসেবক সেন্টু মিয়া জানান, আগুনে ১৪টি গৃহস্থ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। পরিবারগুলো এখন দিশেহারা।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...