ব্রেকিং নিউজ
Home - প্রবাসে বাংলা - ওসাকায় বাঙালি বরণ ও বিদায়

ওসাকায় বাঙালি বরণ ও বিদায়

জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ে বাঙালি শিক্ষার্থীদের নবীনবরণ এবং বিদায় অনুষ্ঠান হয়েছে।

রোববার স্থানীয় এক রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠানে ওসাকা বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের বরণ এবং ডক্টরাল-স্নাতকোত্তর ডিগ্রিধারীদেরকে বিদায় দেওয়া হয়েছে।

এইবছর ওসাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরাল ডিগ্রি অর্জন করেন অসীম কুমার সাহা, খন্দকার আবু সালেক ও ইয়াসিন আদনান এবং স্নাতকোত্তর ডিগ্রি পেয়েছেন পুষ্প দাস। আর বরণ করে নেওয়া হয়েছে সোহেল রানা ও আলফাজ হোসেনকে।

গুলজার হোসেনের সঞ্চালনায় বিদায়ী চার সদস্য ছাড়াও বক্তব্য দেন ওসাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাঈদ ইসলাম, মাহবুব জামান, আরিফ নিক্সন প্রমুখ।

খন্দকার আবু সালেক বিশ্ববিদ্যালয় ও ওসাকার বাঙালিদের স্মৃতিচারণ করে বলেন, ‘আমি ভাবিনি এভাবে বিদায় নিতে হবে। জীবনের এই মুহুর্তটা সত্যিই বড় কষ্টের। ওসাকার বাঙালিদের সঙ্গে ওঠাবসা করেছি তিন বছরেরও বেশি সময়, মনে হয়েছিল একটি পরিবারের মধ্যে আছি কিন্তু বাস্তবতার তাগিদে এখন আমাদের বিদায় নিতে হচ্ছে।’
চলার পথে অনেক বাঁধা বাঙালিদের সহায়তায় অতিক্রম করতে পেরেছেন বলে উল্লেখ করে তিনি বলেন, ‘আমার পিএইচডি ডিগ্রি অর্জনের পাশাপাশি ওসাকা থেকে আর একটি বড় অর্জন নিয়ে যাচ্ছি, তা হলো আমার এই শিশুটি। ‘ চলতি মাসেই দেশে ফিরলেও ওসাকার সাথে আত্মার বন্ধন অটুঁট থাকবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

Leave a Reply

x

Check Also

ইতালি প্রবাসী টিয়ারখালীর আনোয়ার হোসেন হিরু আমাদের মাঝে আর নেই

মঠবাড়িয়ার হলতা গুলিসাখালী ইউনিয়নের লক্ষনা নিবাসী মরহুম কাঞ্চন আলী মৃধার বড় ছেলে আনোয়ার হোসেন হিরু ...