ব্রেকিং নিউজ
Home - প্রবাসে বাংলা - বাহরাইনে বিজয় আনন্দ মেলা ১৭-১৮ ডিসেম্বর

বাহরাইনে বিজয় আনন্দ মেলা ১৭-১৮ ডিসেম্বর

মহান বিজয় দিবস উপলক্ষে বাহরাইনের দু’দিনব্যাপী বিজয় আনন্দ মেলার আয়োজন করা হয়েছে। বাহরাইনের আ’আলী শহরে অবস্থিত বাংলাদেশ স্কুলের নিজস্ব ভূমিতে ১৭ ও ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার ও শুক্রবার) এ আনন্দ মেলা অনুষ্ঠিত হবে।

প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত দর্শনার্থীর জন্য মেলা উন্মুক্ত থাকবে। মেলা উপলক্ষে ৫ ডিসেম্বর (শনিবার) হুরার আল আনারত হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্কুল ম্যানেজিং কমিটির সদস্য হামেদ কাজী হাসানের উপস্থাপনায় এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান প্রকৌশলী গিয়াস উদ্দীন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনের রাষ্ট্রদূত মেজর জেনারেল কে এম মমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- দূতাবাসের মিনিস্টার মেহেদী হাসান, ইউনিভার্সিটি অব বাহরাইনের সহযোগী অধ্যাপক ড. কাজী আবু সোহেল, স্কুলের সাবেক চেয়ারম্যান মোস্তফা, বাংলাদেশ সোসাইটি সভাপতি সাঈদ, বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুল করিম বাবলু, বাংলাদেশ স্কুলের পেট্রোন গোলাম রব্বানী,স্কুল ম্যানেজিং কমিটির ট্রেজারার সেলিম, ম্যানেজিং কমিটির সদস্য আইনূল হক, এম বি জালাল উদ্দীন, হাফেজ ইয়ার আব্বাস, আব্দুল করিম, মওলানা আব্দুল বাছিত প্রমুখ।

রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী আবুল কালাম আজাদ, জহির উদ্দিন বাবর, আলাউদ্দিন নুর, এ কে এম গোলাম নুর মিলন, আব্দুল কাদের, এম এ হাসেম, এম এ করিম,মজিবুর রহমান, আইয়ুবুর রহমান আকাশ, শেখ আব্দুল হান্নান, প্রকৌশলী জাহাঙ্গীর তরফদার, আবুল বাশার,প্রকৌশলী জিল্লুর রহমান, সিরাজুল ইসলাম চুন্নু, সাবের আহমেদ, রফিকুল ইসলাম আঁকন, মঞ্জুরুল আলম মন্জু, আবুল হোসেন তুহিন,আলাউদ্দীন আহমেদ, মানিক হোসেন মিলুসহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বাংলাদেশ স্কুল ও কমিউনিটির সহযোগীতায় এবং বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এ মেলায় হস্তশিল্পজাত দ্রব্য,গার্মেন্টস, ঐতিহ্যবাহী খাবার ও বিভিন্ন ধরনের স্টল থাকবে। থাকছে প্রবাসীদের মনোরঞ্জনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাফেল ড্র এর ব্যবস্থা।

আয়োজকদের পক্ষ থেকে সব প্রবাসীদের উপস্থিত থেকে মেলাকে সফল ও স্বার্থক করার অনুরোধ জানানো হয়েছে ।

Leave a Reply

x

Check Also

ইতালি প্রবাসী টিয়ারখালীর আনোয়ার হোসেন হিরু আমাদের মাঝে আর নেই

মঠবাড়িয়ার হলতা গুলিসাখালী ইউনিয়নের লক্ষনা নিবাসী মরহুম কাঞ্চন আলী মৃধার বড় ছেলে আনোয়ার হোসেন হিরু ...