ব্রেকিং নিউজ
Home - রাজনীতি - মঠবাড়িয়া আওয়ামীলীগের নতুন কমিটির কাছে প্রত্যাশা ও অতীতের প্রাপ্তি

মঠবাড়িয়া আওয়ামীলীগের নতুন কমিটির কাছে প্রত্যাশা ও অতীতের প্রাপ্তি

জন্মস্থান থেকে দূর-বহুদূরে থাকলেও মনের আড়াল হয়নি কখনো আমার প্রিয় মঠবাড়িয়া । শত ব্যস্ততার মধ্যে যখনি একটু অবসর পাই তখন সবার আগেই জানতে চাই আমার প্রিয় জন্মস্থানের খবর । যখন প্রিয় মঠবাড়িয়ার কোন অর্জন শুনি তখন বুকটা গর্বে ফুলে ওঠে । দূর প্রবাসে বসে বন্ধুদের ডেকে ডেকে গল্প করি আমার মঠবাড়িয়ার গল্প । আলোর পেছনে যেমন অন্ধকার থাকে তেমিন অর্জনের পেছনেও হতাশা । মঠবাড়িয়ায় ঘটে যাওয়া কোন অনাকাঙ্খিত ঘটনা হৃদয়ে রক্তক্ষরণ ঘটায় । নিভৃতে একাকী কাঁদি ক্ষণ-বহুক্ষন । অন্তপ্রাণ উজাড় করে দোয়া করি আমার মঠবাড়িয়া ভালো থাকুক, ভালো থাকুক ওখানকার সবাই । যে ভূমিকে শৈশব, কৈশোর ও যৌবনের একাংশ কাটিয়েছি সে ভূমির কৃতজ্ঞতা যেদিন বেস্মরণ হয়ে যাবে তার আগেই যেন আমার মরণ হয় । মা-মাতৃভূমির প্রতি আজীবন যেন জিইয়ে রাখতে পারি আমার হৃদয়ের সবটুকুন ভালোবাসা ।

সেই না বোঝার বয়সেই পাড়ার ছেলেদের দেখাদেখি ভালোবেসে ছিলাম বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের আদর্শকে, সম্পৃক্ত হয়েছিলাম বাংলাদেশ আওয়ামীলীগে । যৌবনের উড়ন্ত দিনগুলোতে মঠবাড়িয়ার অলিতে-গলিতে মিছিল-মিটিং করে কাটিয়েছি । চর্চা করেছি আদর্শের রাজনীতির । প্রত্যক্ষ করেছি অনেক উত্থান-পতনের । অন্তরাত্মার সবটুকু আকাঙ্খা মিশ্রিত করে চেয়েছিল আমৃত্যু মঠবাড়িয়ায় আওয়ামীলীগের রাজনীতিতে কর্মী হিসেবে সক্রিয় থাকব । কিন্তু বিধির অমোঘ বিধান জীবিকার তাগিদে আজ বাংলাদেশের সীমানা থেকে কয়েক হাজার মাইল দূরে দিন-রাত্রি অতিবাহিত হচ্ছে । তবুও এক মূহুর্তের জন্যেও মনের আড়াল হয়নি আমার প্রিয় জন্মস্থান ।

অতি সম্প্রতি বাংলাদেশ আওয়ামীলীগ মঠবাড়িয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে । কমিটিতে যারা স্থান পেয়েছে তাদের নামগুলো দেখে আমি যরপরাণই মুগ্ধ ও খুশি হয়েছি । বৃদ্ধ-তরুণের মিশ্রনে এমন যোগ্য কমিটি বাংলাদেশে অন্য কোন উপজেলা পেয়েছে বলে আমার জানা নাই । পাকিস্তান সৃষ্টিতে আধ্যাত্মিকতার যে ভূমিকা পালন করেছিল কবি আল্লামা ইকবাল তেমন কিছু আধ্যাত্মিক প্রেরণার মানুষ পেয়েছে আমার প্রিয় মঠবাড়িয়া । যারা শত আশার বাঁধনে তরুণদের পরিচালিত করে আমার মঠবাড়িয়াকে সোনার বাংলাদেশেল একটুকরো সোনা হিসেবে তৈরি করতে পারবেন । বিশেষ করে সফল মুক্তিযোদ্ধা এবং নব্বই দশকের রাজনীতিতে মাঠকাঁপানো মুক্তিযোদ্ধা মো : এমাদুল হক খান এবং মোস্তফা শাহ আলম দুলাল ভাই রাজনীতেতে পরিচিত মুখ । এছাড়াও সভাপতি ও সম্পাদকের পদ যারা অলঙ্কৃত করেছে তাদেরকে হৃদয়ের গহীনের ভালোবাসা উজাড় করে দিলাম । আন্তরিক অভিনন্দনের ঝুড়ি মুক্ত করে দিলাম সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ এমাদুল হক খান এবং মোস্তফা শাহ আলম দুলাল ভাইয়ের প্রতি । তরুণদের যারা নবগঠিত কমিটিতে স্থান পেয়েছে তাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং তাদের তারুণ্যের দুর্বার শক্তি আমার প্রিয় মঠবাড়িয়ার মঙ্গলে উৎসর্গ হোক ।

ভুল-ত্রুটি মানুষেরই থাকে । তবে সৃষ্টির শ্রেষ্ঠজীব হিসেবে মানুষের শ্রেষ্ঠত্ব তখন যখন যে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে আলোকিত করে । আমি বলবো না যে, অতীতে যারা মঠবাড়িয়া সৌন্দর্যমন্ডিত করণের দায়িত্বে ছিল তারা কোন ভুল করেনি; নিশ্চই খুঁটিনাটি ভুল অনেক হয়েছে । মঠবাড়িয়ার একজন শুভাকাঙ্খী ও সচেতন নাগরিক হিসেবে সদ্য ঘোষিত নতুন কমিটির কাছে প্রত্যাশা অনেক । তবে সর্বাগ্রে দাবী করবো অতীতের ভুলগুলো শুধরে নিয়ে নতুন করে পথচলতে শুরু করার । আমার মঠবাড়িয়া হবে এ দেশের শ্রেষ্ঠ উপজেলা; এ আব্দারটুকু দাবীর সুরেই তাদের পানে আমি রাখতে পারি । রাজনীতির পদ-পদবী যেন শুধু ব্যক্তি স্বার্থে ব্যবহার না হয় সে বিষয়ে কমিটির সকল নেতা-সদস্যের প্রতি আন্তরিক অনুরোধ রাখি । আপাদের সফলতার ওপর আমার মঠবাড়িয়ার উন্নতি-অগ্রগতি নির্ভরশীল । আপনাদের কর্মের উজ্জ্বলতাই মঠবাড়িয়াকে আলোকিত করবে । মনে রাখতে হবে, আপনাদের কোন ভুল সিদ্ধান্তে মঠবাড়িয়ার ভবিষ্যত নিকষ কালো অন্ধকারে ছেঁয়ে যেতে পারে । কাজেই আপনার প্রত্যেকেই মঠবাড়িয়ার ত্রাণকর্তা, রক্ষাকর্তা । আপনাদের সফলতার কামনায় ।

মঠবাড়িয়ার উন্নয়নে সর্বাঙ্গীনভাবে উজ্জ্বল হোক আপনাদের গৃহীত প্রত্যেকটি পদক্ষেপ । ভালো থাকুন আপনারা সবাই এবং ভালো রাখুন আমাদেরকে তথা মঠবাড়িবাসীকে । দূর-পরবাসে বসে যেন মঠবাড়িয়াকে নিয়ে গর্বিত হতে পারি । আর কিছু নয় শুধু এ সুযোগটুকু দিবেন আশাকরি ।

 

Screen-Shot-2015-11-07-at-02.48.40

মোঃ সাইদুল হক খান

সাবেক আহ্ববায়ক, বাংলাদেশ ছাত্রলীগ

মঠবাড়িয়া উপজেলা শাখা ৷

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থী ডা. ফরাজির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুর-৩ মঠবাড়িয়া একক আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজির(ঈগল) ...