ব্রেকিং নিউজ
Home - রাজনীতি - কাউখালীতে বিএনপি প্রার্থীর পথসভায় অধ্যাপক আলমগীর গণতন্ত্র উদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষ প্রতীকের বিকল্প নেই

কাউখালীতে বিএনপি প্রার্থীর পথসভায় অধ্যাপক আলমগীর গণতন্ত্র উদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষ প্রতীকের বিকল্প নেই

কাউখালী সংবাদদাতা > বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন বলেছেন,গনতন্ত্র উদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষ প্রতীকের বিকল্প নেই । বিএনপি অত্যন্ত প্রতিকুলতার মধ্যে ইউনিয়ন নির্বাচনে অংশ গ্রহন করছে। সরকার বিরোধী দলের সকল রাজনৈতিক কর্মকান্ডকে স্তদ্ধ করার ষড়যন্ত্র শুরু করেছে। হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে রেখেছে। বহু নেতাকর্মীকে হত্যা ও গুম করেছে। সভা সমাবেশ করতে দিচ্ছে না। এই প্রতিকুলতার মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে বিএনপি জাতীর স্বার্থে, গনতন্ত্রের স্বার্থে এবং দেশে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশের স্বার্থে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করেছে।
রবিবার কাউখালী উপজেলার ৫নম্বর শিয়ালকাঠী ও চিরাপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নে নির্বাচনী পথসভায় তিনি আরো বলেন, ৫ জানুয়ারী একটি পাতানো নির্বাচন হয়েছিল যা ইতিহাসে কলংকজনক নির্বাচন। কারন ১৫৪টি আসনে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত করা হয়েছিল। বাকী যে কয়টি আসন ছিল তাও লুকোচুরির মাধ্যমে নির্বাচন সম্পন্ন করা হয়। গনতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য ধানের শীষ মার্কার প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।
শিয়ালকাঠী ইউনিয়ন ধানের শীষের ঘাটি। আশা করি এবারো মানুষ বিএনপির প্রার্থী শহীদ জিয়ার প্রতীক ধানের শীষ মার্কায় ভোট দিয়ে গনতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় আমাদের দলের প্রার্থীদের বিজয়ী করবেন।
এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি আহসান কবীর,সাধারন সম্পাদক এইচ,এম,দ্বীন মোহাম্মদ, শিয়ালকাঠী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মহসীন আকন, চিরাপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রেজাউল কবীর নিরব মল্লিকসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

Leave a Reply

x

Check Also

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) ঈগলের নির্বাচনী সভা শেষে ভুরিভোজের আয়োজন পণ্ড : ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে অগ্নিসংযোগ

🔴 মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. রুস্তম আলী ফরাজীর কর্মী সমর্থকদের ...