ব্রেকিং নিউজ
Home - রাজনীতি - সরকারি সিদ্ধান্তের একমাত্র সমালোচক হয়ে উঠেছেন : ডা. রুস্তম আলী ফরাজী।

সরকারি সিদ্ধান্তের একমাত্র সমালোচক হয়ে উঠেছেন : ডা. রুস্তম আলী ফরাজী।

জাতীয় সংসদের বিভিন্ন কার্যক্রমে সরব রুস্তম আলী ফরাজী ইতিমধ্যে সবার নজড়ে এসেছেন । সংসদীয় কার্যক্রমের সব বিষয়ে সক্রিয় অংশ গ্রহন সবার চোখে পড়েছে ।

দশম জাতীয় সংসদে সরকারি সিদ্ধান্তের একমাত্র সমালোচক হয়ে উথেছেন (পিরোজপুর-৩) স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী। সাধারণত কোনো সরকার সম্পূরক বাজেট পাশ করাতে গেলে বিরোধী দলের সংসদ সদস্যরা বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দকৃত অর্থের বিরোধিতা করে ছাঁটাই প্রস্তাব দিয়ে থাকেন। এবার সেই ভূমিকায় শুধুমাত্র তিন বারের সংসদ সদস্য ডাঃ রুস্তম আলী ফরাজীকেই দেখা যাচ্ছে।

সোমবার দশম জাতীয় সংসদে ২০১৩-১৪ অর্থবছরের সম্পূরক বাজেট পাশ হবে। প্রস্তাব অনুযায়ী ৮ হাজার ৬৬ কোটি ২৫ লাখ ৭৯ হাজার টাকার এই সম্পূরক বাজেটে ২৭টি ছাঁটাই প্রস্তাব দিয়েছেন শুধুমাত্র রুস্তম আলী ফরাজী। অন্য কোনো সদস্য এই সম্পূরক বাজেটে ছাঁটাই প্রস্তাব বা বিরোধিতার কেউ নেই।

এর আগে নবম সংসদে এই ভূমিকা অনেকটাই পালন করেছেন আরেক স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিম। যদিও তাদের কোনো প্রস্তাবই সরকার গ্রহণ করেনি। এবারও হয়তো ডা. রুস্তম আলী ফরাজীর কোনো প্রস্তাবই গ্রহণযোগ্য হবে না। তারপরেও বিভিন্ন মন্ত্রণালয়ে বরাদ্দকৃত অর্থ নিয়ে তিনিই বিরোধিতা করবেন।

সরকারের অনুগত বিরোধী দল সরকারের সব সিন্ধান্তকেই গ্রহণযোগ্য মনে করে এই সম্পূরক বাজেটের কোনো ছাঁটাই প্রস্তাব বা বিরোধিতা করেনি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থী ডা. ফরাজির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুর-৩ মঠবাড়িয়া একক আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজির(ঈগল) ...