ব্রেকিং নিউজ
Home - দৃশ্যকাব্য - দৃশ্যকাব্য : পান্তা ইলিশ ও একজন মনির

দৃশ্যকাব্য : পান্তা ইলিশ ও একজন মনির

দেবদাস মজুমদার > আমি জনমভর পান্তা খেয়ে বেড়েছি। আমার কৃষক পরিবারে সকালে কখনও গরম ভাত আমি থালায় পাইনি। পাওয়ার উপায় ছিলনা। তিন বেলা হাড়িতে গরম ভাত রান্না করা আমার কৃষাণী মায়ের পক্ষে সম্ভব ছিলনা। রাতের রান্না ভাত সারারাত পানিতে ডুবিয়ে সকালে পান্তা খাওয়া আমার কাছে তাই মামুলী ব্যাপার ছিল। আমি এস.এস.সি পরীক্ষা দিতে সকালে পান্তা ভাত খেয়েই বাড়ি থেকে বের হয়েছি। তবে আমার জীবনে পান্তা খাওয়া দুর্ভাগ্যের কিছু বলে কোনদিন ভাবিনি। এসএসসি পাসের পর আমি শহরে পড়তে গিয়েছি । এরপর আর পান্তা মেলেনি । কলেজ জীবনে সকালে রুটি পরোটা হাবিজাবি ভাজা পোড়া দিয়ে পেট ঠাণ্ডা করেছি। এজন্য আমার পান্তার পেটে বদ হজম কম হয়নি। জীবনের এই বড় বেলা এসে পান্তা সত্যি আর খাওয়া হয়না। জীবন এমনই হয়।
তবে বলি নগর জীবনে যারা একদিন পান্তা খেয়ে ভাবছেন বুঝি খুব বাঙালী হলেন..বিনয়ের সাথে বলি ভুল চেতন! পান্তা গায়ের অতি সাধারণ গৃহস্থ পরিবার এখনও খায়। এতে সারাবছর নগর সভ্যতায় বেচে বর্তে থাকা মানুষের কিছু যায় আসেনা। পহেলা বৈশাখ আয়েস করে পান্তার সাথে একটুকরা জাটকা ইলিশ খাওয়া একধরনের ফ্যাশন। এটা রোজ পান্তাভাতের জীবনকে উপহাস,,এ ফ্যাশন চলছে..হুজুগে বাঙালীর এইদেশে অনেক কিছুই চলে! চলে চলুক আর যে যা বলে বলুক…বাঙালীয়ানা আসলে অন্য কিছু….
ছবির এই কিশোর মনির জেলে। জেলে বাবার নৌকায় সহায়তা করে। ভরদুপুরে বলেশ্বর নদে এই বড় সাইজের ইলিশ মাছ কটা ধরা পড়েছে মনিরের জেলে বাবার জালে। কপাল আরকি। তবে পান্তা ভাতের জীবনে রূপালী ইলিশ মনিরদের নয়। মনির এই মাছ নিয়ে যাচ্ছে আড়তদারের কাছে। যে আড়তদারের কাছে ওর জেলে বাবা মাছ ধরার জন্য দাদন নিয়েছে। তাই দাদনের নিয়মে বাধ্য জেলের মাছ আড়তদারকেই দিতে হবে। দাম তেমন না পেলেও দিতে হবে। আড়তদার এই মাছ ঢাকায় পাঠিয়ে যা কামাবে মনিরের পরিবার তা জানতেও পারবেনা। শহরের বড়লোকরা কাল পহেলা বৈশাখে বেশ আয়েশ করে এ মাছে জলে ডোবা পান্তাভাত খাবে ! খুব মজা আরকি। তবে জেলে মনির এই মাছ আড়তদারকে পৌছে দিয়ে দাদনের টাকা শোধ করতে থাকবে। মনির ও তার পরিবারসহ জেলে পল্লীর মানুষ গুলো পহেলা বৈশাখ সকালে যে পান্তা ভাত খাবে তাতে থাকবে শুধু কাচা মরিচ আর লবনের টানাটানি! মরিররা পান্তাভাতে ইলিশ মাছ ভাজা না পেলেও ওর হাভাতে জীবনে কোনদিন বাঙালীয়ানা বিলুপ্ত হবে না….কারন মনিররা হুজুগে বাঙালী নয়…
নববর্ষ মনিরদের জন্য শুভ হোক…আর যারা ফ্যাশন করে কাল পান্তা ভাত খাবেন তাদের সত্যিকার বাঙালীর চেতনা জাগুক…শু ভ ন ব ব র্ষ

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...