ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - বিজ্ঞান ও প্রযুক্তি - আজ বুধবার সকালে সূর্যগ্রহণ

আজ বুধবার সকালে সূর্যগ্রহণ

আজকের মঠবাড়িয়া অনলাইন > বাংলাদেশের আকাশ থেকে আজ বুধবার(৯ মার্চ) সকালে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। বাংলাদেশ সময় ভোর ৬টা ১২ মিনিটে এ সূর্যগ্রহণ শুরু হবে। সকাল ৬টা ৩৮ মিনিট ৪৯ সেকেন্ডে সূর্যগ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। এটি শেষ হবে ৭টা ২১ মিনিট ৭ সেকেন্ডে।

বাংলাদেশ ছাড়াও আংশিক সূর্যগ্রহণ চীন, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়ার কিছু অংশে দেখা যাবে। এছাড়া যুক্তরাষ্ট্রের হাওয়াই ও আলাস্কা অঙ্গরাজ্য থেকেও গ্রহণ দেখা যাবে।

তবে একমাত্র ইন্দোনেশিয়ার কিছু দ্বীপ থেকেই এ দিন পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে।

বাংলাদেশ থেকে পরবর্তী আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে তিন বছর পর ২০১৯ সালের ২৬ ডিসেম্বর। আর ২১১৪ সালের ৩ জুনের আগে বাংলাদেশ থেকে কোনো পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে না।

অনুসন্ধিৎসু চক্রের জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য মতে, সূর্যগ্রহণ খালি চোখে দেখা অত্যন্ত ক্ষতিকর। এক্সরে ফিল্ম, নেগেটিভ, ভিডিও আ অডিও ক্যাসেটের ফিতা, সানগ্লাস, ঘোলা বা রঙিন কাচে এসব ক্ষতিকর অতিবেগুনী ও অবলোহিত রশ্মি আটকায়না। তাই কোনোক্রমেই এগুলো দিয়ে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করা যাবে না। ১৩ ও ১৪ গ্রেডের ওয়েল্ডিং গ্লাস আ আর্ক গ্লাস দিয়ে নিরাপদে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করা যায়।

> সূত্র : অনলাইন

Leave a Reply

x

Check Also

পিরোজপুরে জেলার শ্রেষ্ঠ ডিজিটাল উদ্যোক্তা হলেন কাউখালীর শারমিন

পিরোজপুর প্রতিনিধি🔴🟢 পিরোজপুর জেলার শ্রেষ্ঠ ডিজিটাল উদ্যোক্তা হলেন কাউখালীর শারমিন আক্তার। ডিজিটাল সেন্টারের ১১ বছর ...