ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে আন্ত:স্কুল বিজ্ঞান মেলা

পিরোজপুরে আন্ত:স্কুল বিজ্ঞান মেলা

পিরোজপুর প্রতিনিধি >>

“স্কুলেই হোক বিজ্ঞান শিক্ষার আনন্দময় কর্মকান্ডের কেন্দ্রবিন্দু’’- প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে দিনব্যাপী আন্ত:স্কুল বিজ্ঞান মেলা সম্পন্ন হয়েছে। রবিবার সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহায়তায় এবং পিরোজপুর গণউন্নয়ন সমিতির বাস্তবায়নে এ মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আর্ন্তজাতিক পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ড. এ আতিক রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বঅহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান ও টাউন মাধ্যমিক বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক আঃ করিম এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গণউন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান। এ মেলায় জেলার বিভিন্ন উপজেলার মোট ৩০ টি স্কুল অংশ গ্রহন করে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...