ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় এবার ৬৭টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন

মঠবাড়িয়ায় এবার ৬৭টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন

সংস্কৃতি প্রতিবেদক >

শারদীয় দুর্গা পূজা সমাগত। হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসব । এ বছর মঠবাড়িয়া পৌরশহরসহ ১১টি ইউনিয়নে ৬৭টি মন্ডপে শারদীয় দৃর্গা পূজার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মন্ডপগুলোতে প্রতিমা নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে।
শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা পলনের জন্য পুলিশ প্রসাশনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। bengali_durga_puja

এ উপলক্ষ্যে সম্প্রতি মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান পূজা উৎযাপন কমিটির শীর্ষ নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলার ৬৭টি পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকদের নিয়ে থানা চত্বরে এক মতবিনিময় সভা করেন। Durga-stachu-old-dhaka220151007165310

মঠবাড়িয়া পূজা উৎযাপন কমিটির সভাপতি বাবু পরিতোষ বেপারী জানান, এবছর মঠবাড়িয়ায় ৬৭টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা উৎযাপন করা হবে। শান্তিপূর্ণভাবে পূজা উৎযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিটি মন্ডপে হিন্দু-মুসলমানের সমন্বয়ে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজনও দায়িত্ব পালন করবেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মন্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...