ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - খুলনার সর্বোচ্চ দৃষ্টিনন্দন মিনারের মসজিদ তালাবওয়ালা জামে মসজিদ

খুলনার সর্বোচ্চ দৃষ্টিনন্দন মিনারের মসজিদ তালাবওয়ালা জামে মসজিদ

দেবদাস মজুমদার >>

মসজিদ পবিত্র স্থান। মসজিদ আল্লাহর ঘর। ধর্মপ্রাণ মুসল্লীরা এখানে সমবেত এক কাতারে নামাজ আদায় করেনে। ইবাদত বন্দেগী করেন। মসজিদ তাই সব সময় দৃষ্টিনন্দন ।

যে কোন মসজিদের মিনার নান্দনিক করে তোলে। মসজিদের নির্মাণ শৈলীতে মিনার এটি শোভন স্থাপনা। সুউচ্চ মিনার থেকে সুরেলা আজানের ধ্বনি প্রতিধ্বনিত হয়। সেই আহ্বানে মানুষ মসজিদে পরম করুণাময়ের নিকট নতজানু হন।

খুলনা মহানগীরর মুসলমান পাড়ায় গড়ে উঠেছে সর্বোচ্চ দৃষ্টিনন্দন মিনারের মসজিদ তালাব ওয়ালা জামে মসজিদ। অসাধারণ শুভ্রতাময় এ শোভন মিনার এক দৃষ্টিতে যে কাউকে আকৃষ্ট করবে। খুলনার চিত্রশিল্পী মিলন বিশ্বাস আমাকে মসজিদটির মিনারের কথা প্রথম জানায়। তারপর সঙ্গে করে অিসাধারণ শোভন তালাবওয়ালা মসজিদটি দর্শণের জন্য নিয়ে যায়। আমি সম্প্রতি মসজিদটির মিনার দেখে বিস্ময় আর অভিভূত হই। কিছু ছবিও তুলি।

খুলনা এক ঐতিহাসিক নগরী । ‘আধ্যাত্মিক সম্রাট’ হযরত খানজাহান আলী (রহ.) এর পদস্পর্শে ধন্য খুলনা ও বাগেরহাট অঞ্চল। ১৯৬৭ সালে খুলনা নগরীর প্রাণকেন্দ্রে মুসলমান পাড়ায় প্রতিষ্ঠিত হয় ‘জামিআ ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা’। দানবীর মরহুম আব্দুল হাকীম জোমাদ্দার এ মসজিদ ও মাদ্রাসার প্রতিষ্ঠা করেন।

এ মাদ্রাসার মসজিদটির নামই তালাবওয়ালা জামে মসজিদ । খুলনা বিভাগের সর্বোচ্চ মিনারের মসজিদ এ তালাবওয়ালা জামে মসজিদ।

মসজিদ ও মিনারটির পুরোটাই সাদা টাইলস দিয়ে তৈরি। মসজিদটিতে ২২৬ ফুট উচ্চতার মিনারগুলো অসম্ভব দৃষ্টিনন্দন। যে কোনও মানুষকে অভিভূত করবে। শোভন এ মিনার দেখতে প্রত্যন্ত অঞ্চল হতে দর্শনার্থী আসেন। মসজিদটির চারটি গম্বুজ যা নয়ণাভিরাম। প্রাকৃতিক সবুজে ঘেরা শোন মিনারের সৌন্দর্য মানুষকে বিমোহিত করে।

প্রায় দুই হাজার মুসল্লী এ তালাবওয়ালা জামে মসজিদে এক সঙ্গে নামাজ আদায় করতে পারেন। মসজিদটি খুলনা অঞ্চলের ঐতিহ্য স্থাপনা।

 

 

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...