ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - ধর্ম ও জীবন - মঠবাড়িয়ায় মাটির মসজিদ

মঠবাড়িয়ায় মাটির মসজিদ

মো: রাসেল সবুজঃ মসজিদ ( আরবি : ﻣﺴﺠﺪ উচ্চরণ:ˈmæsdʒɪd)
মুসলমানদের দলবদ্ধভাবে নামাজ পড়ার জন্য নির্মিত স্থাপনা।শব্দটির উৎপত্তি আরবি “মসজিদ” থেকে, যার আভিধানিক অর্থ শ্রদ্ধাভরে মাথা অবনত করা অর্থৎ সিজদাহ করা। সাধারণভাবে, যেসব
ইমারত বা স্থাপনায় মুসলমানেরা
একত্র হয়ে প্রাত্যহিক পাঁচ ওয়াক্ত
নামাজ ( আরবি : ﺻﻼﺓ সালাত ) আদায় করেন তাকে মসজিদ বলে।

বাংলাদেশের বিভিন্ন স্থানে রয়েছে লাখো মসজিদ। রাজধানি ঢাকায় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মসজিদ থাকায় বিশ্বে ঢাকার পরিচয় “মসজিদের শহর” হিসেবে।

বাংলাদেশে অনেক ধরনের মসজিদ রয়েছে।কোনোটি তার বিশাল আয়াতন, কোনোটি অপরুপ সৌন্দর্য্য বা নির্মানশৈলী, কোনোটি ঐতিহাসিক গুরুত্বের জন্য দেশব্যাপি পরিচিতি লাভ করেছে।

তবে মঠবাড়িয়ায় এবার আলোচনায় উঠে এসেছে একটি মাটির তৈরি সাধারন মসজিদ।
যদিও একসময়ে গ্রাম অঞ্চলে মাটির তৈরি ঘর থাকলেও বর্তমানে তা বিলুপ্ত হয়ে গেছে। তাই এই মাটির মসজিদের সামনে দিয়ে যাবার সময় পথচারিরা বিশেষ করে শহরে জীবন যাপন করা তরুন তরুনীরা অবাক হয়ে এর সৌন্দর্য্য উপভোগ করে।

মঠবাড়িয়া থানা শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে আমড়াগাছিয়া ইউনিয়নের তালতলী বাজারের দক্ষিন পাশে গোলবুনিয়া গ্রামের আব্দুর রহমান হাওলাদার বাড়ির সামনে এই মসজিদটি অবস্থিত।

আব্দুর রহমান হাওলাদারের পুত্র স্থানিয় মাদ্রাসার শিক্ষক মো: খলিলুর রহমান (মোবা: 01766735947)
বলেন, স্বাধীনতার পূর্বে ১৯৬৮ সালে আমাদের বাড়িতে একটি মক্তব প্রতিষ্ঠা করা হয়।মক্তবের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কারী আব্দুল মান্নান।তার তত্ত্বাবধানে স্থানিয় যুবকদের নিয়ে ১৯৭২ সালে এই মাটির মসজিদটি তৈরি করা হয়।এটি একটি পাঞ্জেগানা মসজিদ। মসজিদটিতে নিয়মিত ১৪ থেকে ১৫ জন মানুষ সালাত আদায় করে থাকে।যদিও এর ধারন ক্ষমতা প্রায় ৩০ জন।

ক্বারী আবদুল মান্নান (৮০) পাথরঘাটা থানার চরদুয়ানি গ্রামের অধিবাসি হলেও বর্তমানে গোলবুনিয়া গ্রামেই স্থায়ি ভাবে বসবাস করছেন।

সাইক নাজাত, আনোয়ার হোসেন এবং ইমরান সহ অনেকেই প্রত্যাশা করছেন এই মাটির মসজিদটি যেন হাজার বছর ধরে টিকে থাকে তার বর্তমান আকার বজায় রেখেই।

ইচ্ছে হলে আপনারাও দেখে আসতে পারেন এই অসাধারন মাটির মসজিদটি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...