ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় তিন দিনব্যাপী ৬৬তম বারুণী উৎসব শুরু আগামীকাল

মঠবাড়িয়ায় তিন দিনব্যাপী ৬৬তম বারুণী উৎসব শুরু আগামীকাল

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ার ছোট শিংগা গ্রামের শ্রী শ্রী পরিক্ষীত চাঁদ সেবাশ্রমের আয়োজনে হিন্দু ধর্মালম্বী মতুয়া সম্প্রদায়ের ৬৬ তম বারুণী উৎসব আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। ওড়াকান্দি ধামকর্তা ও সাবেক কাশিয়ানিী উপজেলা চেয়ারম্যান শ্রী সুব্রত চাঁদ সাধু ঠাকুর ছোট শিংগা সেবাশ্রম প্রাঙ্গনে তিন দিনের এ বারুণী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। শিক্ষক শ্রী কার্তিক চন্দ্র ঢাকি বারুণী উৎসবের পৌরহিত্য করবেন।

ছোট শিংগা গ্রামের শ্রী শ্রী পরিক্ষীত চাঁদ সেবাশ্রমের ধামকর্তা সুধন্য ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে লক্ষীখালী শ্রীধামের ধামকর্তঅ মতুয়াচার্য্য শ্রী সাগর চাঁদ সাধু ঠাকুর প্রধান অতিথি ও মঠবাড়িয়া উপজেলা আওয়ামীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জালাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বারুণী উৎসবে শুভ অধিবাস, দল আগমন, ভা-ার ঘরে প্রবেশ, হরি কীর্তন, কবি গান, বাউল সংগীত, ধর্মীয় আলোচনাসহ মীন মহোৎসব অনুষ্ঠিত হবে।

তিন দিনের এ বারুণী উৎসবে দেশের প্রত্যন্ত অঞ্চল হতে কয়েক হাজার হিন্দু ধর্মালম্বী মতুয়া সম্প্রদায়ের ভক্তবৃন্দ উৎসব স্থলে সমবেত হবেন। এ উৎসব প্রাঙ্গন ঘিরে মেলা অনুষ্ঠিত হচ্ছে ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...