ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - ঐক্যবদ্ধভাবে উৎসব উদযাপনে কোন অশুভ শক্তিই মাথাচাড়া দিতে পারেনা 🌈 পিরোজপুর জেলা প্রশাসক

ঐক্যবদ্ধভাবে উৎসব উদযাপনে কোন অশুভ শক্তিই মাথাচাড়া দিতে পারেনা 🌈 পিরোজপুর জেলা প্রশাসক

সাংস্কৃতিক প্রতিবেদক ↪️
ঐক্যবদ্ধভাবে উৎসব উদযাপন করতে পারলে কোন অশুভ শক্তিই মাথা চাড়া দিতে পারবেনা। শারদীয় দুর্গাা উৎসবে সকল সম্প্রদায়ের মানুষের ভ্রাতৃত্ববোধের কারণে জঙ্গিবাদ, নাশকতা, সন্ত্রাসবাদ প্রতিহত আমরা প্রতিহত করতে পেরেছি। আমরা আশাবাদি ভবিষ্যত বাংলাদেশ এখন অসাম্প্রদায়িক চেতনাবোধের বাংলাদেশ হিসেবে বিশ্বে মাথা উচু করে দাড়াবেই। পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ আজ বৃহস্পতিবার মঠবাড়িয়ার বেশ কয়েকটি দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন শেষে সুধি সমাবেশে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ধর্ম যার উৎসব সবার এ মূল মন্ত্রকে বিশ্বাস বুকে ধারণ করে গত তিনদিন ধরে শান্তিপূর্ণভাবে সারা দেশ জুড়ে সুষ্ঠুভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এ তিনদিনে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গাপূজা পালন করায় জেলা প্রশাসক সুধি সমাবেশে উপস্থিত সকল ও পূজা উদযাপন পরিষদসহ আইনশৃংলা বাহিনীর সকল সদস্যদের ধন্যবাদ জানান।
এসময় তিনি আরও বলেন, বাংলাদেশ উগ্রতায় বিশ্বাসী নয় বলেই এর আগেও রোজার মাসে মুসলমানরা রোজ রেখেছে এবং পাশাপাশি হিন্দুরাও দুর্গোৎসব পালন করেছেন। এটাই বাংলাদেশে মানুষের ভ্রাতৃত্বোধ। এই চেতনা টিকে আছে বলেই বিশ্ব দরবারে আমরা সভ্য সমাজের দৃষ্টান্ত।

জানাগেছে, জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ মঠবাড়িয়া পৌর শহরের কেন্দ্রীয় হরিসভা মন্দির ও দক্ষিণ বন্দর দুর্গোৎসবে মন্ডপ পরিদর্শন করে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সভাপতি সমীর কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পরিতোষ বেপারী, মঠবাড়িয়া প্রেসকাবের সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান,সাংবাদিক মিজানুর রহমান মিজু প্রমূখ।
এসময় অনুষ্ঠানে দক্ষিণ বন্দর দুর্গোৎসব কমিটির সভাপতি পংকজ সাওজাল, ব্যাংক কর্মকর্তা অমল কর্মকার, কৃষ্ণকান্ত কর্মকার, রতন কর্মকার, গৌতম কর্মকার, সোস্যাল জার্নালিষ্ট গ্রুপের আহবায়ক মোস্তাফিজ বাদল, যুগ্ম অাহবায়ক সাংবাদিক ইসমাইল হোসেন হাওলাদার, এমঅারকে অাল অামিন, সঞ্জয় মালাকার, জিএম টুটুল প্রমূখ উপস্থিত ছিলেন।

ছবি > সাংবাদিক মো. জিল্লুর রহমানের সৌজন্যে

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...