ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - “কোরবানী” “ভোগে জন্তু ত্যাগে মানুষ”

“কোরবানী” “ভোগে জন্তু ত্যাগে মানুষ”

রুমানা রুমা >>

আমার এ লেখা কারও ইচ্ছের প্রতি দ্বিমত পোষণ করে নয়; এ লেখা আরো বেশি গরীব, রুগ্ন শরীরে আমিষ পৌঁছে দেওয়ার প্রচেষ্টা মাত্র! আসছে কোরবানী। সারাদেশে দুঃসহ বন্যা আর আহাজারির মধ্যে এই কোরবানীও হতে পারে এক মহা ত্যাগের উদাহরণ।আমরা সবাই জানি কোরবানী মানে ত্যাগ। এই ত্যাগ কি শুধু পশু জবাই করে নিজের মধ্যের পশুত্বকে বিনাশ করা? নাকি সেই সাথে ত্যাগের মাধ্যমে আরো কিছু দেওয়া ও পাওয়া? আমি অনেক বছর ধরে কোরবানীর সময়ে উচ্চ মূল্যের হৃষ্টপুষ্ট গরু কেনা দেখে নিজে ব্যথিত হতাম এবং ক্ষুদ্ধও হতাম!

কোরবানী আল্লাহ তায়ালা সামর্থ্যবান মুসলমানের উপর ওয়াজিব করে দিয়েছেন। কিন্তু আমার একটা প্রশ্ন, আল্লাহ কি বলেছেন তুমি দশ লাখ, পনেরো লাখ টাকা দিয়ে একটা গরু কোরবানী দেও? মনে হয় না। হ্যা আমি জানি আমাদের সমাজে বিত্তবান লোকের অভাব নেই। যাদের সামর্থ আছে কোরবানীর জন্য কোটি টাকার বাজেট। সেটা খুব ভাল কথা। কিন্তু আমার উপলব্ধি হলো আমরা যদি সেই দশ/ বিশ লাখ টাকা দিয়ে একটা গরু না কিনে দশ / পনেরোটা গরু বা দুই / তিনটা গরু কিনি তাহলে কি কোরবানী হবে না? আমি বুঝিনা লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনে এক কেজি মাংসের দাম পাঁচ হাজার টাকা উঠানোর কোন যৌক্তিকতা আছে কি? দেখুন মহান আল্লাহ মুসলমান ধর্মের মাধ্যমে সুন্দরভাবে সারা বছর আমিষ না পাওয়া মানুষগুলোর শরীরে আমিষ পৌঁছে দেওয়ার এক অসাধারণ নির্দেশ দিয়েছেন। তাহলে কেন আমরা এই মহৎ কাজ থেকে দূরে থাকব? আমরা আমাদের যার যা বাজেট আছে তা দিয়ে হৃষ্টপুষ্ট গরু প্রদর্শন না করে, পাঁচ লাখ টাকা দিয়ে একটা গরু না কিনে যদি পাঁচটা গরু ( পশু) কিনে পাঁচ বস্তিতে বা স্থানে কোরবানী দেই তাহলে আমাদের কোরবানীর কোন ঘাটতি হবে না। হয়ত Maintenance করা একটু কষ্ট হতে পারে। তাতে কি বছরে একবারই তো?

আমি সেই ছোটবেলা থেকে দেখেছি কোরবানীর সময় নির্ধারিত মাংস প্রাপ্যদের দেওয়ার পরও কিছু বাড়ানো হাত আমাদের দিকে থাকে যে হাতে আমরা পারি না ” পাঁচ হাজার টাকা” কেজি মূল্যের আর এক টুকরা মাংস সেই হাতে দিতে!

তাই আমরা ইচ্ছে করলেই পারি অনেক মোটা, অনেক উচ্চ মূল্যের একটা গরু না কিনে কম টাকা দিয়ে বেশি গরু কিনে বেশি গরীবের হাতে কোরবানীর মাংস দিতে। আসুন এবার আমরা প্রদর্শনীয় কোরবানী না করে সেই বাজেট থেকে কিছু টাকা বাঁচিয়ে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসি। আমরা মানুষ, আমরাই পারি পরিবর্তন আনতে আর আমরা ত্যাগ করি লোক দেখানো মনোভাবের লোভ।

লেখক > সমাজসেবিকা ও লেখিকা

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...