ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় রথযাত্রা উৎসব পালিত

মঠবাড়িয়ায় রথযাত্রা উৎসব পালিত

মঠবাড়িয়া প্রতিনিধি >>

সারাদেশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা পালিত হয়েছে। এ উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় গতকাল রবিবার মঠবাড়িয়া পৌর শহরের কেন্দ্রীয় হরি মন্দির অঙ্গন হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। মঠবাড়িয়া কেন্দ্রীয় হরিসভা ও শ্রীগুরু সংঘের যৌথ উদ্যোগে বের হওয়া শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে কেন্দ্রীয় হরি মন্দিরে ধর্মীয় আলোচনা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
শ্রীগুরু সংঘের ভক্ত শ্রী অমল কর্মকার জানান, সারা দেশের নানাস্থানে উদযাপিত হয়েছে রথযাত্রা উৎসব। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে শুরু হল এ উৎসব, আর একাদশী তিথিতে হবে প্রত্যাবর্তন; অর্থাৎ রথটি প্রথম দিন যেখান থেকে টেনে নিয়ে যাওয়া হয়, আটদিন পরে আবার সেখানেই ফিরিয়ে আনা হয়। একে বলে ‘উল্টো রথ’।
বিশ্ব শান্তির জন্য ভক্তরা সম্মিলিত প্রার্থণায় ভগবান জগন্নাথের আরাধনায় সাম্প্রদায়িক চেতনার বিনাশ ঘটিয়ে এ বিশ্ব সকলের জন্য সুখকর হয়। ’

ছবি মো. শাহাদাত হোসেন

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...