ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - ধর্ম ও জীবন - ভাণ্ডারিয়ায় শ্রীগুরু সংঘের ৫৫তম ধর্মীয় উৎসবে মঙ্গল শোভাযাত্রা

ভাণ্ডারিয়ায় শ্রীগুরু সংঘের ৫৫তম ধর্মীয় উৎসবে মঙ্গল শোভাযাত্রা

ভান্ডারিয়া প্রতিনিধি >>

হিন্দু ধর্মীয় শ্রীগুরু সংঘের উদ্যোগে সংঘের প্রতিষ্ঠাতা শ্রী শ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের স্মরণে ৫দিন ব্যাপি ৫৫তম ধর্মীয় উৎসব উপলক্ষে আজ বৃহস্পতিবার মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে ভাণ্ডারিয়া কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে প্রাতঃকালীন প্রার্থণা ও শ্রীগুরু বন্ধনা, গীতাপাঠ, সংঘ পতাকা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ ধর্মীয় অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

শ্রীগুরু সংঘের ভক্তরা বাদ্যযন্ত্র, জাতীয় ও সংঘ পতাকা হাতে এবং তাদের গুরুদেবের বিগ্রহ সহকারে শহরে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এতে উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি কিরণ চন্দ্র বসু, শ্রীগুরু সংঘের উপজেলা সভাপতি হিরালাল কর্মকার, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, উপজেলা পূজা উদ্যাপন মহিলা কমিটির সভানেত্রী অঞ্জলী রানী দাসসহ হিন্দু ধর্মালম্বী নারী পুরুষ অংশ নেন।

শ্রীগুরু সংঘের উপজেলা শাখার সভাপতি হিরালাল কর্মকার জানান, ৫দিন ব্যাপি অনুষ্ঠানে মাতৃসঙ্ঘ, শ্রী শ্রীমদ্ভগবত গীতা পাঠ, তারকব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্ঠান এবং শেষ দিনে নাম সমাপন, কুঞ্জভ, ভোগরাগ এবং মহা প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

এ উৎসবে দেশের প্রত্যন্ত অঞ্চল হতে কয়েক হাজার ভক্তবৃন্দ উৎসবস্থলে সমবেত হবেন। এ অনুষ্ঠানকে ঘিরে উৎসব স্থলের আশপাশ জুড়ে মেলাও অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...