ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুরে আগামীকাল তিন দিন ব্যাপী জেলা ইস্তেমা শুরু : তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা

পিরোজপুরে আগামীকাল তিন দিন ব্যাপী জেলা ইস্তেমা শুরু : তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা

মো. খালিদ আবু, পিরোজপুর >
পিরোজপুরে আগামীকাল বৃহস্পতিবার থেকে তিন দিনের তাবলিগ জামাতের জেলা ইজতেমা শুরু হবে । সকালে ফজরের নামাজের পর আমবয়ান দিয়ে শুরু হবে ইজতেমার কার্যক্রম। শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে। এতে বিদেশিরাও অংশ নিচ্ছেন।
পিরোজপুর জেলা তাবলিগ জামাতের আয়োজনে প্রথমবারের মতো পিরোজপুর জেলায় ইজতেমা হচ্ছে। এরই মধ্যে ধর্মপ্রাণ মুসল্লি¬দের পদচারণে ইজতেমা ময়দান মুখরিত হয়ে উঠেছে।
পিরোজপুরের পৌর শহরের বলেশ্বর নদী সংলগ্ন আমলাকাঠী, খুমুরিয়া এলাকার ‘লোপা ব্রিকস্ ফিল্ড’ মাঠে তাবলীগ জামায়াতের আঞ্চলিক জেলা ইস্তেমা’ শুরু হতে যাচ্ছে। ইস্তেমা পরিচালনায় সংশ্লিষ্ট জেলা তাবলীগ জামায়াতের জিম্মাদার (আমীর) মস্টার নুরুল হক জানান, স্বেচ্ছাসেবক সাথীরা প্রায় ১ মাসধরে ব্যস্ত সময় পার করছেন প্রস্তুতি কাজে। বিভিন্ন দেশের মেহমানসহ বিভাগ ও জেলা থেকে আগত মুসল্লীদের সুযোগ সুবিধার জন্য সকল ব্যবস্থা সম্পন্ন হয়েছে, তৈরী হয়েছে টিনসেট ঘর। ৩ দিনের এ ইস্তেমায় প্রায় ৩৫ হাজার মুসল্লির ধারণ ক্ষমতার সম্পন্ন প্যা-েল তৈরী হয়েছে। ইতোমধ্যে ১২টি টিউবয়েল স্থাপন, বিদ্যুৎ লাইন স্থাপন-সংযোগ, পানি সরবরাহের জন্য পাকা টাঙ্কি নির্মান ও পাইপ সংযোগ করা হয়েছে। নির্মিত হয়েছে টয়লেট।বিদেশী মেহমানদের একটি অংশ পিরোজপুরে পৌছেছেন বলে জানাগেছে। প্রায় ৩০ একর জায়গা জুড়ে ইস্তেমাস্থল তৈরী করা হয়েছে এমনটাই জানিয়েছেন ইস্তেমা পরিচালনায় সংশ্লিষ্টরা।
ইতোমধ্যে ইস্তেমাস্থল পরিদর্শন করেছেন, পিরোজপুর-১ আসনের সাংসদ ও জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব একেএমএ আউয়াল, জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ, পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন, পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, উপজেলা চেয়ারম্যান আঃ খালেক, পিরোজপুর চেম্বার অব কমার্স এ- ইন্ডাষ্ট্রির ও জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি মসিউর রহমান মহারাজ প্রমুখ।
পিরোজপুরের সিকদার মল্লিক ইউনিয়নের স্বেচ্ছাসেবক আব্দুল মন্নান মল্লিক এ প্রতিবেদককে জানান, ইস্তেমায় ব্যবহৃত হাজার হাজার বাঁশ বিভিন্ন সাথী ভাইয়েরা তাদের নিজ নিজ বাড়ী থেকে স্বেচ্ছায় দিচ্ছেন।
জেলা তাবলীগ জামায়াতের আমীর মস্টার নুরুল হক জানান, এ ইস্তেমায় ঢাকার কাকরাইল থেকে ১৫-১৬জন মুরব্বী যোগ দিবেন। এছাড়া, সৌদি আরবের তাবলীগ জামায়াতের একটি দল ইতোমধ্যে পিরোজপুরের এসে পৌছেছেন। তারা জেলার উত্তর শিকারপুরের একটি মসজিদে অবস্থান করছেন।
পিরোজপুর পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন জানান, আমি ইস্তেমা ময়দান পরিদর্শনে গিয়েছিলাম এবং সার্বক্ষনিক খোঁজখবর রাখছি। ইস্তেমাস্থলে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা, ডিটেক্টর দিয়ে চেক পোষ্ট ও আটচুয়ে গেইট স্থাপনসহ ৩ স্তরের নিরাপত্তাসহ পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে আমদের পক্ষ থেকে।

Leave a Reply

x

Check Also

ভাণ্ডারিয়ায় গণমাধ্যমকর্মীদের সাথে নব নির্বাচিত সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ এর মতবিনিময়

ভাণ্ডারিয়া প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে পিরোজপুর ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. ...