ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - জনস্বাস্থ্য - মঠবাড়িয়ায় বিশ্ব মাতৃ-দুগ্ধ সপ্তাহ পালিত

মঠবাড়িয়ায় বিশ্ব মাতৃ-দুগ্ধ সপ্তাহ পালিত

মঠবাড়িয়া প্রতিনিধি <>
পিরোজপুরের মঠবাড়িয়ায়া বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘শিশুদের মাতৃদুগ্ধ পান করাতে মাতা-পিতাকে উৎসাহিত করুন’। মাতৃদুগ্ধপান শিশুদের পুষ্টিপূরণ এবং সম্মিলিত শারীরিক বৃদ্ধি ও বুদ্ধিমত্তার বিকাশ ঘটায়। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর আয়োজনো স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলী আহসান-এর সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান, মেডিকেল অফিসার ডা. সৌমিত্র মিত্র সিংহ,সহকারী সার্জন ডা. জিয়াউল হক টিপু, স্বাস্থ্য পরিদর্শক মো. ইলিয়াস মিয়া প্রমুখ।

এ উপলক্ষে সপ্তাহব্যাপী শিশুদের মাতৃদুগ্ধ পানে অধিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে, কমিউিনিটি ক্লিনিক সমুহে ৭ আগষ্ট পর্যন্ত মা’দের নিয়ে কাউন্সিল সভা করা হবে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...