ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - জনস্বাস্থ্য - পিরোজপুরে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন শুরু

পিরোজপুরে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন শুরু

পিরোজপুর প্রতিনিধি >
‘সেবার মান বৃদ্ধি করি, সবার প্রত্যাশা পূরণ করি’ এই প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ-২০১৬ উদযাপনের লক্ষ্যে এক অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং এ সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক রাম কৃষ্ণ দাস। প্রধান অতিথিহিসাবে পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ এবারের সেবা ও প্রচার সপ্তাহের উদ্ভোধন করেন । অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোঃ ফকরুল আলম, জেলা বাসস প্রতিনিধি গৌতম চৌধুরী ও পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ জাহাঙ্গীর হোসেন ও সেভ দা চিলড্রেন এর ডা. মো আতিয়ার রহমান।
প্রেস ব্রিফিং এ পিরোজপুরে কর্মরত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক, স্থানীয়, দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিশিষ্ট নাগরিকবৃন্দ এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, পিরোজপুরে প্রাতিষ্ঠানিক ডেলিভারির সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং এ জেলার সকল ডেলিভারি কেন্দ্রে বর্তমান সরকার ডেলিভারির টেবিল সরবরাহ করেছে। বক্তাগণ বলেন, বর্তমান সরকার জনগনের দ্বোড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেবার লক্ষ্যে অনেক প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করেছে এবং এর সুফল জনগন পাচ্ছে। এমডিজির মাতৃমৃত্যুহার এবং শিশু মৃত্যুহার কমানোর সূচকে বাংলাদেশ প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে। এখন শুরু হয়েছে এসডিজি বাস্তবায়নের কার্যক্রম। আমাদের সকলের আন্তরিক প্রচেষ্ঠায় আমরা জনসংখ্যা বিস্ফোরন নিয়ন্ত্রণ করতে সক্ষম হবো।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...