ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - জনস্বাস্থ্য - এমপি ডা. রুস্তুম আলী ফরাজির মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন : এ্যাম্বুলেন্স ও যন্ত্রপাতি হস্তান্তর

এমপি ডা. রুস্তুম আলী ফরাজির মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন : এ্যাম্বুলেন্স ও যন্ত্রপাতি হস্তান্তর

মঠবাড়িয়া প্রতিনিধি >

হাসপাতালে চিকিৎসা সেবার মান উন্নয়েন পিরোজপুরের মঠবাড়িয়ার সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজি আজ বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। এসময় তিনি হাসপাতালে একটি অত্যাধুনিক এ্যাম্বুলেন্স ও দরিদ্র রোগিদের ফ্রী অস্ত্রোপাচারের সকল যন্ত্রপাতি প্রদান করেন। মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুমুল হক খান এ্যাম্বুলেন্স ও দরিদ্র রোগিদের ফ্রী অস্ত্রোপাচারের সকল যন্ত্রপাতি গ্রহণ করেন। এসময় হাসপাতাল সম্মূখ চত্বরে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

শেষে সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজি পুরো হাসপাতাল ঘুরে দেখেন। রোগিদের খোঁজ খবর নেন। তাঁদের সমস্যা ও সংকটের কথা শোনেন। এসময় সংসদ সদস্য আশ্বস্ত করেন গরীব রোগীদের সকল পরীক্ষা নীরিক্ষার অর্থ তিনি ব্যাক্তিগত ভাবে দিবেন। 14804709_358447621162276_295436825_n

পরে হাসপাতালের সভাকক্ষে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় এমপি হাসপাতালের দালান বন্ধে স্বাস্থ্য কমিটির ভূমিকা জোরদার করণে মত দেন।

সভায় বক্তব্য দেন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী, স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুমুল হক খান , থানার ওসি (তদন্ত) সরোয়ার হোসেন শেখ, মঠবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী ও সাংবাদিক মিজানুর রহমান মিজু প্রমূখ।

সভায় সংসদ সদস্য ডা. ফরাজি হাসপাতাল দালাল মুক্ত করে চিকিৎসা সেবার মান আরও বৃদ্ধিসহ দরিদ্র রোগিদের বিশেষ নজর দিতে সকলকে নির্দেশ দেন। H-2

 

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...