ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - জনস্বাস্থ্য - মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন অ্যাম্বুলেন্স

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন অ্যাম্বুলেন্স

মঠবাড়িয়া প্রতিনিধি > পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি আধুনিক নতুন অ্যাম্বুলেন্স বরাদ্দ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজির একান্ত প্রচেষ্টায় স্বাস্থ্য মন্ত্রণালয় প্রায় ৩৭ লাখ টাকা ব্যায়ে নিশান এ্যাম্বুলেন্সটি বরাদ্দ দেয়।
নতুন এ এ্যাম্বুলেন্সটি শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক সুবিধা সম্বলিত।
এলাকার গরীব ও অসহায় মানুষের চিকিৎসাসেবা উন্নত করতেই এ এ্যাম্বুলেন্সটি কম খরচে দেশের বিভিন্ন উন্নতমানের হাসপাতালে রুগীকে যাতায়াত করবে।
স্বাস্থ্য মন্ত্রী মো. নাসিম বুধবার মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্র কমপ্লেক্সের নতুন এ্যাম্বুলেন্সটি সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজির কাছে হস্তানতর করে। পরে এ্যাম্বুলেন্স সাংসদ মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স চালক আব্দুল হালিমের কাছে চাবি হস্তান্তর করে । আজ বৃহস্পতিবার এ্যাম্বুলেন্সটি হাসপাতালে পৌঁছায় ।

উল্লেখ্য গত এক যুগের বেশী সময় ধরে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি এ্যাম্বুলেন্স অকেজো হয়ে পরিত্যাক্ত হয়ে পড়ে আছে। এছাড়া অপর একটি এ্যাম্বুলেন্স বিনস্ট। এমন অবস্থায় রোগি পরিবহনে চরম দুর্ভোগ চলে আসছিল। সংসদ সদস্যের প্রচেষ্টায় বরাদ্দকৃত নতুন এ্যাম্বুলেন্সটি রোগি পরিবহনে সংকট দুর হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...