ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - জনস্বাস্থ্য - রূপচর্চায় কফির ব্যবহার

রূপচর্চায় কফির ব্যবহার

কফি শুধুমাত্র পানীয় হিসেবেই পরিচিত আমাদের কাছে। শরীরের ক্লান্ত অবসন্নভাব দূর করতে এক মগ গরম কফির তুলনা নেই। তবে মজার ব্যাপার হলো, কফি শুধু খাওয়ার জন্যই নয়, রূপচর্চার জন্য কফির বহুল ব্যবহার হতে পারে। চলুন দেখে নেই রূপচর্চায় কফির ব্যবহার।

মস্তিষ্ক উজ্জীবিত করার পাশাপাশি কফি ত্বকের সজীবতা ফিরিয়ে আনতেও কাজ করে। কফি বানানোর পর মগের তলায় কফির যে আস্তরনটুকু পড়ে থাকে সেটা নিয়ে চোখের নিচে মাখিয়ে নিন। এরপর মিনিট বিশেক অপেক্ষা করুন। দেখবেন অল্পতেই চোখের ফোলাভাব কমে আসবে।

ত্বকের মরা কোষ দূর করতে স্ক্রাবের বিকল্প খুঁজে পাওয়া ভার। কফি দিয়ে ত্বক ও পায়ের ভালো একটি স্ক্রাব তৈরি করা যায়। অল্প একটু নারিকেল তেল, কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স এবং পরিমাণ মতো কফি মিশিয়ে নিয়ে যেখানে স্ক্রাবিং করতে চান, ব্যবহার করুন।

রান্নার পর হাতে কাঁচা মাছ কিংবা মসলার গন্ধ থেকে গেলে কফির সাহায্য নিতে পারেন। প্রথমে হাত সাবান দিয়ে ভালোমতো ধুয়ে নিন। এরপর হাতে খানিকটা কফির গুঁড়ো নিয়ে ডলে ডলে হাত পরিষ্কার করুন। হাতের গন্ধ দূর হবে নিমিষেই।

যাদের ত্বকে নির্জীবতা বাসা বেঁধে বসে আছে, তাঁরা ত্বকে সজীবতা ফিরিয়ে আনতে কফির মুখাপেক্ষী হতে পারেন। প্রথমে এক মগ কফি তৈরি করে নিয়ে সেই মগ ফ্রিজে রেখে দিন। কফি বরফ হওয়ার পর ওই বরফ চারপাশের ত্বকে ভালোমতো ঘষুন। এতে ত্বকে রক্ত চলাচল বৃদ্ধি পেয়ে দেখতে উজ্জ্বল ও ঝরঝরে লাগবে।

Leave a Reply

x

Check Also

ভাণ্ডারিয়ার শিয়ালকাঠি স্বাস্থ্যসম্মত গ্রাম ঘোষণা

ভাণ্ডারিয়া প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামকে স্বাস্থ্যসম্মত গ্রাম ঘোষণা করা হয়েছে। উন্নয়ন ...