ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - জনস্বাস্থ্য - কাউখালীতে স্বাস্থ্য তরী

কাউখালীতে স্বাস্থ্য তরী

কাউখালী সংবাদদাতা > উপকূলীয় মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও ব্যাক্তিগত স্বাস্থ্য পরিচর্যায় সাধারন মানুষকে গতকাল শনিবার স্বাস্থ্য তরী পিরেজপুরের কাউখালীতে জনসচেতনা কর্মসূচি বাস্তবায়ন করছে। এখানে উন্নয়ন কর্মীরা ভিডিও প্রজেক্টরের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা মূলক তথ্যচিত্র জনসাধারনের মাঝে প্রদর্শন করেন। ই্উএসএইড (টঝঅওউ)এর সহযোগিতায় উপকলীয় বঞ্চিত জনগোষ্ঠিকে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষে সোশাল মার্কেটিং কোম্পানী (এসএমসি) এ ভাসমান স্বাস্থ্য তরী উপকূলে কাজ করছে। এতে অডিও ভিজ্যুয়াল প্রদর্শনীর মাধ্যমে যক্ষ্মা, মা ও শিশুর স্বাস্থ্য সমস্যা, বয়সন্ধিকালে কিশোর-কিশোরীর নানা শারীরিক পরিবর্তনে নিজেকে খাপ খাইয়ে নেওয়াসহ ব্যাক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে নানা তথ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে।

এ স্বাস্থ্য তরী নোঙর ফেলি ঘাটে ঘাটে এর টীম লিডার এস.এম মোঃ ইমাম হোসেন জানান, ২০১৩ সালে ৪ এপ্রিল ই্উএসএইড (টঝঅওউ)এর আর্থিক সহযোগিতায় নতুনদিন নামে এ ভাসমান প্রকল্পটি শুরু হয়। টিভি এ্যাওয়ার্নেস প্রোগ্রাম প্রজেক্টরের মাধ্যমে ভাসমান লঞ্চে বসে মনোরম পরিবেশে নাটক ও নানা চলচ্চিত্র প্রদশৃনীর মাধ্যমে মানুষকে সচেতন করা হচ্ছে। কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি মো. আবদুল লতিফ বলেন, স্বাস্থ্য তরীটি আমি ঘুরে দেখেছি। সেখানে জনগুরুত্বপূর্ণ কর্মসূচি এলাকার সাধারন মানুষকে আকৃষ্ট করেছে। এরক ব্যতিক্রমী প্রচারণার মাধ্যমে সাথারণ মানুষকে সহজেই সচেতন করা সম্ভব।
স্থানীয় দাসেরকাঠি গ্রামের গ্রামের ইউপি সদস্য মো. মিরাজ হোসেন বলেন, ভাসমান এ প্রচারণা কর্মসূচিটি জনগুরুত্ব ও গ্রহণযোগ্য। এতে নদী তীরবর্তী প্রত্যন্ত এলাকার মানুষ স্বাস্থ্য বিষয়ে উপকৃত হবে।

Leave a Reply

x

Check Also

ভাণ্ডারিয়ার শিয়ালকাঠি স্বাস্থ্যসম্মত গ্রাম ঘোষণা

ভাণ্ডারিয়া প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামকে স্বাস্থ্যসম্মত গ্রাম ঘোষণা করা হয়েছে। উন্নয়ন ...