ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - জনস্বাস্থ্য - মঠবাড়িয়ায় তামাকের সম্ভাব্য ক্ষতি ও প্রতিরোধ বিষয়ক কর্মশালা

মঠবাড়িয়ায় তামাকের সম্ভাব্য ক্ষতি ও প্রতিরোধ বিষয়ক কর্মশালা

মঠবাড়িয়া প্রতিনিধি <>

পিরোজপুরের মঠবাড়িয়ায় তামাক ব্যবহারে সম্ভাব্য ক্ষতি ও এর প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও বিভিন্ন দফতরে সরকারী এবং বেসরকারি কর্মকতা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী আহসানের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সিদ্দিকুর রহমান বাদশা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ^াস, পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডা. সিরাজুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান, কৃষি কর্মকর্তা মুহ. মনিরুজ্জাান, সমাজসেবা কর্মকর্তা মো. আখলাকুর রহমান, পরিসংখ্যানবিদ সঞ্জীব দেবনাথ প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, তামাক সেবনে মানুষের আর্থিক সমাজিক সবদিক থেকেই ক্ষতি হয়। ধূমপান মাদক সেবনের প্রবেশ পথ। এ জন্য ধুমপান বন্ধ করতে হবে। তবে মানুষকে ধুমপান ব্যবহারে নিরুৎসাহিত করতে গণসচেতনা ও সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। বক্তারা আরও বলেন সকল ধরণের তামাক জাত দ্রব্য কৌশলী বিজ্ঞাপণ বন্ধ করতে প্রশাসনকে এগিয়ে অসতে হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...