ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - জনস্বাস্থ্য - মঠবাড়িয়ায় প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা

মঠবাড়িয়ায় প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় অনাকাঙ্খিত গর্ভধারণ রোধকল্পে ও পরিবার পরিকল্পনা কার্যক্রমে অপূরণীয় চাহিদা পূরণের লক্ষ্যে “প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে দিন ব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সিদ্দিকুর রহমান বাদশা।
এ কর্মশালায় মেডিকেল অফিসার (এম সি এইচ) ডা: কাজী সিরাজুল হক এর সভাপতিত্বে রির্সোস পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক রাম কৃষ্ণ দাস,পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা (প্রোগ্রাম ম্যানেজার) কেসি মতিউল আলম, জেলা সহকারী পরিচালক ডা: সৌরেন্দ্র নাথ সাহা, সহকারি কমিশনার ভুমি রিপন বিশ্বাস, মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা: মনিরুজ্জামান, মেডিকেল অফিসার ডা: আলী আহসান,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.সানাউল মোর্শেদ প্রমূখ।ওই সভায় প্রসব পরবর্তী অনাকাঙ্খিত গর্ভধারণ রোধকল্পে ও পরিবার পরিকল্পনা কার্যক্রমে অপূরণীয় চাহিদা পূরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যান সহকারী, স্বাস্থ্য পরিদর্শক, পরিবার কল্যান পরিদর্শিকাসহ মোট ১শত ৭১জন অংশগ্রহন করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...