ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - জনস্বাস্থ্য - ভান্ডারিয়ায় আশ্রাফ আলী তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল বিষয়ক মতবিনিময় সভা

ভান্ডারিয়ায় আশ্রাফ আলী তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল বিষয়ক মতবিনিময় সভা

 

ভান্ডারিয়া প্রতিনিধি >>

পিরোজপুরের ভান্ডারিয়ায় আশ্রাফ আলী তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল বিষয়ক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে ভান্ডারিয়ায়ার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক ডা. রফিকুল কবির লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ফ্রি মেডিকেল টীমের সদস্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডা. নাসিমা জাহান, ডা. সাজিদ হোসেন, ডা. রিয়াদ হোসেন ও ডা, কামরুজ্জামানস স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন ।
মতবিনিময় সভায় ভান্ডারিয়ার আশ্রাফ আলী তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল বিষয়ে নানা উদ্যোগ ও কর্মসূচি বিষয়ে সাংবাদিকদের অবহিত করা হয়।
এতে জানানো হয়, গত পাঁচ মাস ধরে ভান্ডারিয়ার দরিদ্র নারী , শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে প্রতিমাসের শেষ শুক্রবারে ডা. রফিকুল কবির লাভলুর নেতৃত্বে ৬ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছেন।
উদ্যোক্তা ফাউন্ডেশন আগামীতে এ ফ্রি চিকিৎসা কার্যক্রম উপকূলীয় অন্যন্য উপজেলায় সম্প্রসারণ করবে। এছাড়া সংগঠনটি ভান্ডারিয়ায় একটি বৃদ্ধাশ্রম, একটি দাতব্য চিকিৎসক কেন্দ্র ও একটি খামারবাড়ি গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...