ব্রেকিং নিউজ
Home - অপরাধ - কিছু পুলিশ মাদকব্যবসায় জড়িত: আইজিপি

কিছু পুলিশ মাদকব্যবসায় জড়িত: আইজিপি

আজকের মঠবাড়িয়া ডেস্কঃ আইজিপি এ কে এম শহীদুল হক বলেছেন, কিছু পুলিশ সদস্যের কারণে পুলিশ বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।দেখা যায় অনেক পুলিশ সদস্য মাদকব্যবসার সঙ্গে জড়িত।কতিপয় সদস্য মাদক সেবন করেন।ইতোমধ্যে দু-চারজন ধরাও পড়েছে।চাকরিও চলে গেছে এবং মামলার আসামি হয়েছে।ওইসব সদস্যদের জন্য পুলিশের সব অর্জন ম্লান হয়ে যাচ্ছে।

শুক্রবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শহীদুল হক আরো বলেন, জঙ্গি ও মাদকের বিরুদ্ধে পুলিশ বাহিনীর ভূমিকা হবে জিরো টলারেন্স।এই দুটি বিষয়ে পুলিশ বাহিনীকে সচেষ্ট থাকতে হবে।জনগণকে পুলিশের চোখ, কান উল্লেখ করে তাদের সাথে সুসম্পর্ক রেখে কাজ করতে হবে বলে বলে তিনি উল্লেখ করেন।

মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান প্রমুখ বক্তব্য দেন।

এর আগে প্রায় সোয়া চার কোটি টাকা ব্যয়ে নবনির্মিত নারী পুলিশ ব্যারাকের উদ্বোধন করেন শহীদুল হক।এ ছাড়া তিনি পুলিশ লাইন্স মাঠে কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশে যোগ দেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...