ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - ভিন্ন স্বাদের খবর - সেলফি আসক্তি কমাতে ‘অ্যান্ট সেলফি ট্যাব’

সেলফি আসক্তি কমাতে ‘অ্যান্ট সেলফি ট্যাব’

সেলফি জ্বরে ভুগছে বিশ্ব। শিশু থেকে বৃদ্ধ সবার কাছেই সেলফি তোলা এখন একটি জনপ্রিয় বিষয়। সেলফি তোলার বিষয়টি বর্তমানে এমন পর্যায়ে পৌঁছেছে যে, বিশেষজ্ঞগণ এটিকে রোগ হিসেবেই বিবেচনায় নিয়েছেন।

সেলফি তোলাকে এক ধরনের নেশার সাথে তুলনা করেছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি এই নেশা থেকে মুক্তি পেতে অনেকেই মনোবিজ্ঞানীদের দ্বারস্থ হচ্ছেন। ফলে সেলফি আসক্তি থেকে রেহাই পেতে ‘অ্যান্টি-সেলফি ট্যাব` নামের নতুন ধরনের ঔষধ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। ইতোমধ্যে ‘সেলফি রোগীদের’ এই ঔষধ নিয়মিত সেবনেরও পরামর্শ দিচ্ছেন মনোবিজ্ঞান বিষয়ক ডাক্তারগণ।

বিশেষজ্ঞরা বলছেন, যারা অতিমাত্রায় সেলফি আসক্তিতে ভুগছেন তারা এই অ্যান্টি-সেলফি ট্যাব নামের ঔষধটি সেবন করতে পারেন। এতে সেলফি জনিত রোগ অনেকটাই সেরে উঠবে বলে তারা নিশ্চয়তা দিয়েছেন।

তবে পুরুষদের এই ট্যাবলেট দিনে একটি করে খেতে বলা হলেও নারীদের দিনে ৫টি সেবন করার পরামর্শ দিয়েছেন তারা। কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, নারীদের মাঝে এই রোগটি সবচেয়ে বেশি প্রভাব বিস্তার ঘটিয়ে থাকে। এই জন্য তাদের একটু বেশিই সেবন করার দরকার হবে।

আপাতত যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাচ্ছে এই অ্যান্টি সেলফি ট্যাব। সেখানে ঔষধটির প্রতি বক্সের দাম রাখা হচ্ছে ১৫ দশমিক ২২ মার্কিন ডলার।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ার সোনাখালী জমিদারবাড়ি অনন্য একটি ঐতিহাসিক নিদর্শন

মেহেদী হাসানঃ 🔴পিরােজপুর জেলার মঠবাড়িয়ার সােনাখালি জমিদার বাড়িটি অনন্য একটি ঐতিহাসিক নিদর্শন। ইতিহাসের অনন্য স্বাক্ষী ...