ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - কালজয়ী “কফি হাউজের সেই আড্ডাটা” গানের দুটি চরিত্রই (সুজাতা ও মইদুল) বাংলাদেশের!

কালজয়ী “কফি হাউজের সেই আড্ডাটা” গানের দুটি চরিত্রই (সুজাতা ও মইদুল) বাংলাদেশের!

মো. রাসেল সবুজ >>

কালজয়ী গান কফি হাউজের সুজাতা বাংলাদেশের গাইবান্ধার পুত্রবধূ । কিংবদন্তী শিল্পী মান্না দে’র গাওয়া “কফিহাউজ” গানের সুজাতা ছিলেন কলকাতা আর্ট কলেজের শিক্ষার্থী। গাইবান্ধা থেকে ৭০ এর নির্বাচিত এমএনএ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ওয়ালিউর রহমান রেজাকে ভালোবেসে বিয়ে করেন ১৯৭২ সালে।যদিও তাঁদের প্রেম সেই ১৯৬২ সাল থেকেই। এই দম্পতি বর্তমানে ঢাকার মোহাম্মাদপুরে বসবাস করছেন। ওয়ালিউর রহমান রেজা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে সক্রিয় রাজনীতি করছেন।

মান্নাদের সেই নুর আহাম্মেদ মইদুল ১৯৩৬ সালের ১৩ই জানুয়ারী পশ্চিমবঙ্গের ২৪ পরগনায় জন্মগ্রহন করেন কফি হাউজের সেই মঈদুল। সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময়ে বন্ধুত্ব হয় মান্না দে, অমলদের সঙ্গে।১৯৬৪ সালে হিন্দু-মুসলিম দাঙ্গার সময় ঢাকায় চলে আসে তার পরিবার।কাগজের রিপোর্টার মঈদুল, সাংবাদিকতা করেছেন দৈনিক আজাদ, ইত্তেফাক, দৈনিক বাংলা, ইনকিলাব, সংবাদ, বাংলার বানী আর দৈনিক পূর্বদেশে।ফুটবল, হকি, ভলিবল, ব্যাডমিন্টন ও অ্যাথলেটিক্সে ছিলেন সমান উজ্জ্বল।ছিলেন ক্রিড়া ধারাভাষ্যকারও।২৬ নভেম্বর ২০১৪, বুধবার সন্ধ্যায় রাজধানীর এ্যাপোলো হসপিটালসে ৭৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সাংবাদিক মইদুলকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...