ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - মঠবাড়িয়ায় এয়ারটেল নেটওয়ার্কের দাবী ॥ কর্তৃপক্ষ নজর দিন

মঠবাড়িয়ায় এয়ারটেল নেটওয়ার্কের দাবী ॥ কর্তৃপক্ষ নজর দিন

মঠবাড়িয়া প্রতিনিধি> পিরোজপুররের মঠবাড়িয়ায় উপজেলায় এখনো পৌঁছায়নি এয়ারটেল নেটওয়ার্ক। প্রথম শ্রেণীর পৌরসভা ও ১১টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত মঠবাড়িয়া উপজেলা আয়তন ও জনসংখ্যার দিক থেকে দক্ষিণবঙ্গের অন্যতম হলেও এয়ারটেলের সেবা থেকে এখনো বঞ্চিব উপজেলাবাসী।

২০০৭ সালে বেসরকারী প্রতিষ্ঠান ওয়ারিদ টেলিকম বাংলাদেশে যাত্রা শুরু করে। প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় ৩ বছরের মাথায় ২০১০ সালে ইন্ডিয়ান এয়ারটেল কোম্পানির কাছে বিক্রি হয়ে যায় ওয়ারিদ টেলিকম।

শুরু হয় এয়ারটেল বাংলাদেশ লিমিটেড এর পথচলা। কিন্তু প্রতিষ্ঠার ১০ বছর পার হলেও মঠবাড়িয়া উপজেলাবাসী এয়ারটেল নেটওয়ার্ক সেবা এখনো পায়নী।

মঠবাড়িয়া সরকারী কলেজের ছাত্রী মুক্তি আক্তার জানান, আমাদের পার্শবর্তী উপজেলা ভান্ডারিয়া, পাথরঘাটা, মোড়েলগঞ্জের মানুষ এয়ারটেল নেটওয়ার্ক ব্যবহার করছে।
অথচ আমরা এর সুযোগ থেকে বঞ্চিত।

মঠবাড়িয়া আল আরাফা ইসলামি ব্যাংক এর অফিসার জানান, বিভিন্ন টিভি চ্যানেলের বিজ্ঞাপনে এয়ারটেলের কলরেট ও সুযোগ সুবিধা সম্পর্কে জেনে এ নেটওয়ার ব্যবহারে আগ্রহ প্রকাশ করছি। আসাকরি এব্যপারে কর্তৃপক্ষ নজর দেবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...