ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - কলাপাড়ায় ফেইসবুক আইডি ‘আই এস কুয়াকাটা’ নিয়ে তোলপাড়

কলাপাড়ায় ফেইসবুক আইডি ‘আই এস কুয়াকাটা’ নিয়ে তোলপাড়

কলাপাড়া থেকে মো.ইমরান : ‘আই এস কুয়াকাটা’ নামে একটি ফেইসবুক আইডি নিয়ে কুয়াকাটায় তোলপাড় শুরু হয়েছে। সম্প্রতি গুলশানে জঙ্গী হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত এক জঙ্গীর পার্শ্বচিত্র ব্যবহার করে আইডিটি চালানো হচ্ছে। চলতি বছরের ২৩ জুন আইডিটি চালু করা হয় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। অন্যান্য তথ্য প্রোফাইল লুকানো থাকলেও, শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পটুয়াখালী জেলার মহিপুর থানার মহিপুর কো-অপরেটিভ হাইস্কুলের নাম উল্লেখ রয়েছে। মহিপুর থানার অফিসার ইনচার্জ মাকুসুদুর রহমান এ প্রসঙ্গে বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

কুয়াকাটা খানাবাদ কলেজের সহকারী অধ্যাপক আ: রাজ্জাক খান বলেন, আমরা বিষয়টি দেখে উদ্বিগ্ন রয়েছি, এটি সম্পর্কে প্রশাসন দ্রুত খোঁজ খবর নিবেন এমনটই দাবি জানাচ্ছি। কুয়াকাটা পৌরমেয়র বারেক মোল্লা উদ্বেগ প্রকাশ করে বলেন, আমরা সতর্ক রয়েছি, তবে কুয়াকাটায় কোন জঙ্গীগোষ্ঠী রয়েছে কী না এটি এখনই প্রশাসনের আইটি বিশেষজ্ঞদের খতিয়ে দেখা দরকার।

পটুয়াখালী পুলিশ সুপার সৈয়দ মুসফিকুর রহমান বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের এএসপি মীর ফসিউর রহমান বুধবার দুপুরে বাংলায় লেখা ‘আই এস কুয়াকাটা’ নামে একটি ফেইসবুক আইডি চালু থাকার কথা স্বীকার করে, বিষয়টি নিয়ে উচ্চমহলের সাথে করণীয় সম্পর্কে আলোচনা করবেন বলে জানান।

Leave a Reply

x

Check Also

এফ-কমার্স ভিত্তিক মঠবাড়িয়া ই-বাজারের সাফল্যগাথা

মঠবাড়িয়া ই-বাজার, একটি এফ কমার্স বা অনলাইন বিজনেস প্লাটফর্ম। আর অনলাইন ভিত্তিক ব্যাবসার নতুন ধারণাকেই ...