ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - চরখালীতে সেতু নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন

চরখালীতে সেতু নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন

মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের কচা নদীর চরখালী পয়েন্টে সেতু নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন এলাকাবাসী। মঠবাড়িয়া নাগরিক কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু ও সদস্য সচিব নূর হোসাইন মোল্লা এলাকাবাসীর পক্ষে গতকাল বুধবার লিখিত আবেদন জানান।

আবেদনে বলা হয়েছে গত বছর সংসদে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ জানান সরকার কচা নদীর উপর সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। তা বাস্তবায়নের জন্য ঢাকায় বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে সেতুটি কচা নদীর কোন পয়েন্টে নির্মিত হবে তা নিয়ে চলছে বিতর্ক। মঠবাড়িয়া, বরগুনা এবং পটুয়াখালীর প্রায় ৩৫ লাখ মানুষের সুবিধার্থে চরখালী পয়েন্টে সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...