ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - পিরোজপুরের কচা নদীর চরখালী পয়েন্টে সেতু নির্মাণের আবেদন

পিরোজপুরের কচা নদীর চরখালী পয়েন্টে সেতু নির্মাণের আবেদন

মাননীয় প্রধান মন্ত্রী,

যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক উপর্যুক্ত বিষয়ে আপনাকে বিনীতভাবে জানাচ্ছি যে, পিরোজপুর জেলার কচা নদীর দক্ষিণে বর্তমান মঠবাড়িয়া, ভান্ডারিয়া, কাঁঠালিয়া, বামনা ও পাথরঘাটা উপজেলা নিয়ে ১৮৫৯ সালে মঠবাড়িয়া থানা গঠিত হয়। প্রশাসনিক সুবিধার জন্যে ১৮৭২ সালে মঠবাড়িয়া থেকে ভান্ডারিয়া, ১৯১১ সালে বামনা এবং ১৯২১ সালে পাথরঘাটা ও কাঁঠালিয়া থানা গঠিত হয়। ১৯৬৯ সালে পাথরঘাটা ও বামনা থানাকে বরগুনা এবং ১৯৭০ সালে কাঁঠালিয়া থানাকে ঝালকাঠি মহকুমার সাথে যুক্ত করা হয়।
১৯৮১ সালের প্রথম দিকে বাংলাদেশ জাতীয় সংসদের তৎকালীন বিরোধী দলীয় উপনেতা এবং জাতির জনক বংগবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘনিষ্ঠ সহচর জনাব মহিউদ্দিন আহমেদ মঠবাড়িয়া, বামনা ও পাথরঘাটা থানা সমন্বয়ে মঠবাড়িয়াকে মহকুমা ঘোষণার দাবী জানিয়ে মন্ত্রী পরিষদ সচিব বরাবরে চিঠি প্রেরণ করেন। ১৯৮৪ সালে সকল মহকুমা জেলায় পরিণত হলে মঠবাড়িয়াকে জেলা ঘোষণার দাবী করে জেলা বাস্তবায়ন কমিটি আন্দোলন শুরু করেন।

মঠবাড়িয়াকে জেলা ঘোষণার দাবিটি ২০১৫ সালের ২২ জানুয়ারি জাতীয় সংসদে উত্থাপিত হলে সরকার পক্ষে মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব তোফায়েল আহমেদ জাতীয় সংসদে বলেন যে, মঠবাড়িয়ার জনগণ যাতে জেলা সদরে দ্রুত যাতায়াত করতে পারে সেজন্যে সরকার কচা নদীর উপরে একটি সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছেন। সেতু নির্মাণ পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য ২৮ এপ্রিল ঢাকায় বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখন প্রশ্ন উঠছে সেতুটি কচা নদীর কোন পয়েন্টে নির্মিত হবে? মঠবাড়িয়া, ভান্ডারিয়া,কাঁঠালিয়া, বামনা, পাথরঘাটা (মৎস্য বন্দর), বেতাগী, বরগুনা, আমতলী, তালতলী উপজেলা এবং পায়রা বন্দরসহ পটুয়াখালী জেলার দক্ষিণ অঞ্চলের প্রায় ৩৫ লাখ মানুষের দাবী হচ্ছে কম সময়ের মধ্যে রাজধানী ঢাকা,মংলা সমুদ্র বন্দর,বেনাপোল স্থল বন্দর সহ দেশের পশ্চিমাঞ্চলের সাথে সড়ক পথে যাতায়াতের জন্য কচা নদীর সেতুটি চরখালী পয়েন্টে নির্মাণের কোন বিকল্প নেই।

বাংলাদেশ জাতীয় সংসদের ১২৮, পিরোজপুর-২ নির্বাচনী এলাকাটি কাউখালী, ভান্ডারিয়া ও জিয়ানগর উপজেলা সমন্বয়ে গঠিত। জিয়ানগর উপজেলাটি কচা নদী দ্বারা বিচ্ছিন্ন। এ এলাকার জনসাধারণের স্বার্থে কচা নদীর চরখালী পয়েন্টে সেতু নির্মাণ একান্ত আবশ্যক।

আওয়ামী লীগ তথা আপনার প্রথম সরকারের মাননীয় যোগাযোগ মন্ত্রী বর্তমানে পরিবেশ ও বন মন্ত্রী জনাব আনোয়ার হোসেন মঞ্জু চরখালীতে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। উল্লেখ্য, কচা নদীর চরখালী পয়েন্টে সেতু নির্মাণের দাবী জানিয়ে মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর বরাবরে ইতোপূর্বে আবেদন করা হয়েছে।

এমতাবস্থায়, বৃহত্তর মঠবাড়িয়া, সমগ্র বরগুনা জেলা এবং পটুয়াখালী জেলার দক্ষিণ অঞ্চলের প্রায় ৩৫ লাখ জনসাধারণের সুবিধার্থে কচা নদীর চরখালী পয়েন্টে সেতু নির্মাণের জন্যে আপনার সমীপে বিনীত আবেদন জানাচ্ছি।

গভীর শ্রদ্ধা নিবেদনান্তে,
দক্ষিণ অঞ্চলের জনগণের পক্ষে,

বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুল হক খান মজনু- আহবায়ক
নূর হোসাইন মোল্লা- সদস্য-সচিব,
মঠবাড়িয়া উপজেলা নাগরিক কমিটি
মঠবাড়িয়া, পিরোজপুর।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...