ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - অনলাইনে কলেজে ভর্তির আবেদন করবেন যেভাবে…

অনলাইনে কলেজে ভর্তির আবেদন করবেন যেভাবে…

আজকের মঠবাড়িয়া ডেক্সঃ একসময় কলেজ পর্যায়ে ভর্তির জন্য শিক্ষার্থীদের রীতিমতো যুদ্ধে লিপ্ত হতে হত। মূল পরীক্ষার চেয়েও অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ ছিল কলেজে ভর্তি পরীক্ষা নিয়ে। আর এই ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে, সারাদেশে কোচিং-বাণিজ্যও ছিল জমজমাট। কয়েক বছর আগে ভর্তি পরীক্ষা তুলে দেওয়ার পর এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি-প্রক্রিয়া চালু হলে অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্বেগ ও হয়রানি অনেকটা কমে যায়। এবার ভর্তির আবেদন যাচাই-বাছাই করার দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষা বোর্ডকে, আর সমন্বয়ের কাজটি করবে ঢাকা বোর্ড।
আবেদনের নিয়ম

২৬ মে থেকে ৯ জুন পর্যন্ত অনলাইন ও টেলিটক মোবাইল থেকে এসএমএস করে আবেদন করা যাবে। যারা ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন তাদেরকেও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। ১৬ জুন একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। বিলম্ব ফি ছাড়া ১৮ থেকে ৩০ জুন পর্যন্ত ভর্তি হওয়া যাবে।

এবার সর্বোচ্চ ১০টি কলেজের জন্য অনলাইনে ও মোবাইল এসএমএসে আবেদনের সুযোগ রাখা হয়েছে। দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোতে ২৬ মে থেকে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু এবং ১০ জুলাই ক্লাস শুরু হবে।

আর বিলম্ব ফি দিয়ে ১০ থেকে ২০ জুলাই পর্যন্ত ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। একাদশের ক্লাস শুরু হবে ১০ জুলাই। কলেজগুলোকে সংশ্লিষ্ট বোর্ডে ৭ থেকে ১৮ আগস্টের মধ্যে রেজিস্ট্রেশন ফি এবং ভর্তিকৃত শিক্ষা
র্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট বোর্ডে জমা দিতে হবে ২২ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে।

অনলাইনে ১৫০ টাকা ফি জমা দিয়ে সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করা যাবে। গত বছর অনলাইনে একাধিকবার আবেদনের সুযোগ থাকলেও এবার একবারই আবেদন করা যাবে। তবে এসএমএসের মাধ্যমে আবেদন করতে প্রতি কলেজের জন্য ১২০ টাকা ফি দিতে হবে শিক্ষার্থীদের।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট জিপিএ-৫ ধারী শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৯ হাজার ৭৬১ জন। জিপিএ-৫-এর চেয়ে কম কিন্তু জিপিএ-৪ কিংবা তার চেয়ে বেশি পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৫ লাখ ৯ হাজার ৯৫১ জন। সারাদেশে সরকারি-বেসরকারি পর্যায়ে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৩ হাজার ৭৫৭টি। যার মধ্যে মানসম্মত কলেজের সংখ্যা দুই শতাধিক। এসব কলেজে আসন সংখ্যা ৬০-৭০ হাজারের মতো। এসব কলেজে ভর্তির সুযোগ না পেলেও আসন সংকটের কারণে বঞ্চিত হওয়ার কোনো কারণ নেই।
তথ্যঃ মঠবাড়িয়া মিরর

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...