ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - এসএসসিতে পাসের হার ৮৮.২৯ শতাংশ

এসএসসিতে পাসের হার ৮৮.২৯ শতাংশ

আজকের মঠবাড়িয়া ডেক্সঃ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় পাসের হার ৮৮.২৯ শতাংশ। পাসের হার বেড়েছে ১.২৫ শতাংশ। মোট এক লাখ নয় হাজার ৭৬১ জন জিপিএ-৫ পেয়েছে। শতভাগ পাস করেছে চার হাজার ৭৩৪টি প্রতিষ্ঠান।

আজ বুধবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর হাতে ফল তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী জানান, এবার পাসের হার বেড়েছে। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেড়েছে এবং পাসের হারও বেড়েছে।

মন্ত্রী জানান, এবার পেপারলেস (কাগজহীন) ফলাফল দেয়া হচ্ছে। এতে ডিজিটাল বাংলাদেশ যে কায়েম হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে।

এবারের পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা, কারিগরি এবং মাদরাসা মিলে মোট ১০টি বোর্ডে ১৬ লাখ ৫১,৫২৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে আট লাখ ৪২,৯৩৩ জন ছাত্র এবং ৮ লাখ ৮,৫৯০ জন ছাত্রী।

গত বছরের তুলনায় এবারের পরীক্ষায় বিজ্ঞানে ৫৬,২৮৬ জনসহ মোট পৌনে ২ লাখ পরীক্ষার্থী বেশি অংশ নেয়। বিদেশে আটটি কেন্দ্রে পরীক্ষা নেয়া হয়েছে। এ সব কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৪০৪ জন।

গত ১ ফেব্রুয়ারি সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। তাত্ত্বিক বা লিখিত পরীক্ষা শেষ হয় ১০ মার্চ।

Leave a Reply

x

Check Also

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) ঈগলের নির্বাচনী সভা শেষে ভুরিভোজের আয়োজন পণ্ড : ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে অগ্নিসংযোগ

🔴 মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. রুস্তম আলী ফরাজীর কর্মী সমর্থকদের ...