ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - কাউখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ভূয়া চক্ষু চিকিৎসক গ্রেফতার

কাউখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ভূয়া চক্ষু চিকিৎসক গ্রেফতার

সৈয়দ বশির আহম্মেদ, কাউখালী প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীর উপজেলার পোষ্ট অফিস সড়কে গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লাবনী চাকমা ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ (২০১০ সনের ৬১ নং আইন) এর ২২ ধারার অপরাধে ভূয়া চক্ষু চিকিৎসক পটুয়াখালী জেলার ডিবুয়াপুর গ্রমের আঃ মন্নানের ছেলে ডাঃ কাজী মোঃ হাসান ইমাম শামীম (৪০) কে গ্রেফতার করে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এসময় কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, এসআই মোঃ রফিক এর উপস্থিতি ছিলেন। জানা যায়, কাউখালীর শাহীন চশমা ঘরে দীর্ঘদিন যাবৎ চক্ষু চিকিৎসক সেজে ভূয়া পদবী লাগিয়ে ডাঃ কাজী মোঃ হাসান ইমাম শামীম এম.বি.বি.এস (এ.এম) কোর্স (সি.পি.আর), ঢাকা বারডেম। (রেইকি হিলিং) ভারত (পি.ই.সি.এ.আর) চক্ষু মেডিকেল অফিসার, পটুয়াখালী চক্ষু হাসপাতাল লিখে চিকিৎসা পত্র ও লিফলেট বিতরণ করে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেছিল।

Leave a Reply

x

Check Also

এফ-কমার্স ভিত্তিক মঠবাড়িয়া ই-বাজারের সাফল্যগাথা

মঠবাড়িয়া ই-বাজার, একটি এফ কমার্স বা অনলাইন বিজনেস প্লাটফর্ম। আর অনলাইন ভিত্তিক ব্যাবসার নতুন ধারণাকেই ...