ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - মঠবাড়িয়ায় আব্দুল মমিন মাষ্টার সাহিত্য পরিষদ এর চতুর্থ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় আব্দুল মমিন মাষ্টার সাহিত্য পরিষদ এর চতুর্থ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

সাদা কাঁক: আজ শুক্রবার সন্ধ্যায় শহীদ মোস্তফা খেলার মাঠে অনুষ্ঠিত হল মঠবাড়িয়া “আব্দুল মমিন মাষ্টার সাহিত্য পরিষদ” এর চতুর্থ সাহিত্য আড্ডা। সাহিত্য ও সংস্কৃতি মনা তরুণদের আড্ডার এই পর্বের নির্ধারিত বিষয় ছিলো, মধ্যবিত্ত বাঙালীর স্বপ্ন। বাঙালী স্বভাবত স্বপ্নবাজ জাতি। আর মধ্যবিত্ত বাঙালীর স্বপ্ন দেখার ক্ষমতা সবার চেয়ে বেশী। পূর্ণতা কিংবা অপূর্ণতার হিসেব না করেই তারা সুবিশাল স্বপ্ন দেখে।স্বপ্নের ভেলা ভাসায় প্রতিদিন, তারা স্বপ্নে বাঁচে।
সাইফুল লিমন (উদিওমান চলচ্চিত্র নির্মাতা) আড্ডার নির্ধারিত বিষয়ের মূল ভাব উপস্থাপন শেষে বলেন, মধ্যবিত্ত একটি তালাবন্ধ স্বাধীনতার নাম,যার স্বাধীনতা থাকে চিন্তার আর সীমাবদ্ধতা থাকে বাস্তবায়নে। বাঙালী মধ্যবিত্তরা সকল সীমাবদ্ধতার মাঝেও অনেক বড় স্বপ্ন দেখার সাহস রাখে। স্বপ্ন দেখতে তো আর নেই মানা।
তারেক রহমান বলেন, মধ্যবিত্তের স্বপ্নের কথা বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে ঘুষ বানিজ্যে ব্যর্থ হয়ে ভালো কোন চাকরি পায়না। আর অর্থে অভাবে কোন ব্যবসাও প্রতিষ্ঠা করেতে পারে না। স্বপ্ন সব সময় অধরা থেকে যায়। যদিও মধ্যবিত্তের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। কিন্তু, এ জন্য অদম্য দৌড়াতে হয়।
এসয়ে উপস্থিত আরও অনেকেই তাদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে এই আড্ডা সফল ও সুন্দর করে তোলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সাহিত্য পরিষদের (আব্দুল মমিন মাষ্টার সাহিত্য পরিষদ, মঠবাড়িয়া) নামে একটি পাতা অবমুক্ত করা হয়েছে। সাহিত্য ও সংস্কৃতি মনা সবাইকে এই ফেসবুক পাতায় সংযুক্ত হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে। আগামী শুক্রবার (৬ মে) ৫ম সাহিত্য আড্ডার বিষয় নির্ধারণ করা হয়েছে – “ভেজাল খাদ্য গ্রহনঃ উপায়হীনতা নাকি অসচেতনতা?”

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...